আচরণবিধি নিশ্চিতে আজ থেকে মাঠে নামছেন নির্বাহী ম্যাজিস্ট্রেটরা
শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫ ৫:৫৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের নির্বাচনি আচরণবিধি নিশ্চিত করতে ১২ ডিসেম্বর শুক্রবার থেকে সারা দেশে মাঠে নামছেন নির্বাহী ম্যাজিস্ট্রেটরা।
ভোটগ্রহণের দু’দিন পর পর্যন্ত তারা মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে আইন প্রয়োগ করবেন।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) নির্বাচন কমিশন (ইসি) থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে পাঠানো এক চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয়। ইসির উপ-সচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত চিঠিতে জানানো হয়, নির্বাচন-সংক্রান্ত প্রস্তুতিমূলক কার্যক্রম চলমান থাকায় আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করতে প্রতিটি উপজেলা ও থানায় অন্তত দুইজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতায়েন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
চিঠিতে আরও উল্লেখ করা হয়, তফসিল ঘোষণার পরদিন থেকেই ভোটগ্রহণের দু’দিন পর পর্যন্ত ম্যাজিস্ট্রেটরা দায়িত্ব পালন করবেন এবং প্রয়োজনে মোবাইল কোর্ট আইন অনুযায়ী ব্যবস্থা নেবেন।
এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় আগামী ১২ ফেব্রুয়ারি ভোটের দিন নির্ধারণ করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।
১০৬ বার পড়া হয়েছে