সারাদেশ
মাগুরা জেলার শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজের শিক্ষক ও কর্মচারীরা দীর্ঘদিন ধরে ঝুলিয়ে রাখা ন্যায্য অধিকার আদায়ের দাবিতে অবস্থান কর্মসূচী পালন করেছেন।
শ্রীপুর সরকারি কলেজে শিক্ষক-কর্মচারীদের অবস্থান কর্মসূচী
রূপক আইচ, মাগুরা
বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫ ১১:২২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
মাগুরা জেলার শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজের শিক্ষক ও কর্মচারীরা দীর্ঘদিন ধরে ঝুলিয়ে রাখা ন্যায্য অধিকার আদায়ের দাবিতে অবস্থান কর্মসূচী পালন করেছেন।
তারা কলেজে শিক্ষক-কর্মচারী আত্মীকরণ বিধিমালা ২০১৮-এর কালো আইন বাতিল ও বৈষম্য নিরসনের দাবি জানিয়েছেন।
১০ ডিসেম্বর বুধবার বেলা ১১টায় কলেজের মূল ফটকে সরকারি কলেজ শিক্ষক সমিতির ব্যানারে এই অবস্থান কর্মসূচী অনুষ্ঠিত হয়।
কলেজের অধ্যক্ষ নির্মল কুমার সাহা এতে সভাপতিত্ব করেন, এবং সহকারী অধ্যাপক আনোয়ার সাদাত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। বক্তৃতা করেন শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ড. আলমগীর বিশ্বাস।
অবস্থান কর্মসূচীতে কলেজের প্রায় অর্ধশত শিক্ষক ও কর্মচারী অংশগ্রহণ করেন।
১০৭ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন