সর্বশেষ

জাতীয়বিকেল চারটায় সিইসির ভাষণ রেকর্ড; তফসিল ঘোষণার সময় জানা যায়নি
আগামী নির্বাচনকে স্মরণীয় করে রাখতে হবে: প্রধান উপদেষ্টা
জাতীয় নির্বাচনে অংশ নিতে ১২৫ আসনে প্রার্থী ঘোষণা করেছে এনসিপি
আজ উপদেষ্টা আসিফ মাহমুদের জরুরি সংবাদ সম্মেলন
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় গৃহকর্মী আয়েশা গ্রেপ্তার: পুলিশ
সারাদেশে রাতের তাপমাত্রা কমবে, কোথাও কোথাও কুয়াশা : আবহাওয়া অফিস
সারাদেশটাঙ্গাইল মহাসড়কে ট্রাক-কাভার্ডভ্যান সংঘর্ষে ২ জনের মৃত্যু, আহত ৩
নেত্রকোনায় বালতির পানিতে পড়ে শিশুর মৃত্যু
আন্তর্জাতিকমস্কোর কাছে রুশ সামরিক কার্গো বিমান বিধ্বস্ত, ৭ জনের মৃত্যু
খেলাএবারের আইপিএল নিলামে থাকছেনা পাঁচ তারকার উপস্থিতি
রাজনীতি

আসন নিশ্চিত করতে চাইলে আগেই জোটে যুক্ত হতাম : নাহিদ

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫ ৮:৫০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থী ঘোষণা শুরু করলেও আসন জেতাকে দলীয় লক্ষ্য হিসেবে দেখছে না জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, 'ক্ষমতায় যাওয়া আমাদের লক্ষ্য নয়। আসন নিশ্চিত করতেই যদি যেতাম, তাহলে কোনো না কোনো জোটে যুক্ত হতাম।'

বুধবার দুপুরে রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। এর কিছুক্ষণ আগেই এনসিপি প্রথম দফায় ১২৫ আসনে প্রার্থীর নাম ঘোষণা করে। আসন্ন ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় নির্বাচনে শাপলা কলি প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবে দলটি। নাহিদ ইসলাম নিজে ঢাকা-১১ আসনে প্রার্থী হচ্ছেন।

নির্বাচনী পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ না করলেও নাহিদ ইসলাম অভিযোগ তোলেন যে বিভিন্ন রাজনৈতিক দল মাফিয়া, ঋণখেলাপি ও বিতর্কিত ব্যক্তিদের মনোনয়ন দিয়েছে। তিনি বলেন, 'এদের বিরুদ্ধে নির্বাচন কমিশন কী ব্যবস্থা নেয়, সেটাই প্রমাণ করবে কমিশন কতটা সুষ্ঠু প্রক্রিয়ায় কাজ করছে।'

তিনি আরও অভিযোগ করেন, নানান এলাকায় এনসিপির পোস্টার ছিঁড়ে ফেলা হচ্ছে, নির্বাচনী বিধি লঙ্ঘন করে অতিরিক্ত টাকা খরচ করা হচ্ছে এবং অস্ত্রের মহড়ার মতো পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে।

এনসিপির প্রার্থী তালিকা সম্পর্কে নাহিদ ইসলাম জানান, দলটি নারী-পুরুষ, সংখ্যালঘু, বিভিন্ন পেশা ও শ্রেণির প্রতিনিধিত্ব নিশ্চিত করে অন্তর্ভুক্তিমূলক তালিকা তৈরি করেছে। মনোনীত কারও বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে তাঁর প্রার্থিতা বাতিল করা হবে বলেও তিনি উল্লেখ করেন।

আসন্ন নির্বাচনকে 'গণভোট' হিসেবে উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, ভোটাররা এবার মূলত 'হ্যাঁ' বা 'না'-এই বার্তার পক্ষে সিদ্ধান্ত দেবেন। কতটি আসন পাওয়া যাবে, সে চিন্তা না করেই নির্বাচনে অংশ নিচ্ছে এনসিপি বলেও তিনি মন্তব্য করেন।

জুলাইয়ের অভ্যুত্থান-পরবর্তী তরুণদের উদ্যোগে গঠিত এনসিপি সম্পর্কে নাহিদ বলেন, বিদ্যমান রাজনৈতিক দলগুলোর সংস্কারহীনতা ও অভ্যন্তরীণ দ্বন্দ্বই নতুন দল তৈরির কারণ। তাঁর ভাষায়, 'গণ-অভ্যুত্থানের পর ৭ মাস আমরা অপেক্ষা করেছি। কিন্তু কোনো দল জনগণের প্রত্যাশা অনুযায়ী সংস্কারের পথে হাঁটেনি। ফলে এনসিপির জন্ম হয়েছে।'

তিনি অভিযোগ করেন, অন্যান্য দল গণভোটের মূল ইস্যু-সংস্কার ও বিচার-নিয়ে কথা না বলে নিজেদের দলীয় এজেন্ডা চাপিয়ে দিচ্ছে।

১০৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
রাজনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন