সারাদেশ
টাঙ্গাইলের ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে কাভার্ডভ্যানকে পেছন থেকে ট্রাকের ধাক্কায় চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।
টাঙ্গাইল মহাসড়কে ট্রাক-কাভার্ডভ্যান সংঘর্ষে ২ জনের মৃত্যু, আহত ৩
টাঙ্গাইল প্রতিনিধি
বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫ ৩:০৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
টাঙ্গাইলের ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে কাভার্ডভ্যানকে পেছন থেকে ট্রাকের ধাক্কায় চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাত ১০টার দিকে সদর উপজেলার কান্দিলা বাইপাস এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন- শেরপুরের ট্রাকচালক সোহেল এবং মির্জাপুরের মুরগি ব্যবসায়ী আমিনুর রহমান।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই কামরুল হাসান জানান, জামালপুর থেকে ঢাকাগামী হাঁস-মুরগি বোঝাই ট্রাকটি সামনের একটি কাভার্ডভ্যানকে পেছন দিক থেকে ধাক্কা দিলে চালকসহ দুইজন ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত অবস্থায় আরও তিনজনকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি আরও জানান, আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
১১৪ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন