নভেম্বর মাসে মূল্যস্ফীতি আবারও বৃদ্ধি পেল
সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫ ৬:৪৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
বাংলাদেশে নভেম্বরে পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে মূল্যস্ফীতি বেড়ে ৮.২৯ শতাংশে দাঁড়িয়েছে, যা অক্টোবারের ৮.১৭ শতাংশের তুলনায় সামান্য বৃদ্ধি।
খাদ্যপণ্যের দাম বেড়ে যাওয়ায় সামগ্রিক মূল্যস্ফীতির এই উত্থান ঘটেছে, যদিও খাদ্যবহির্ভূত পণ্যের মূল্য কিছুটা কমেছে।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) জানায়, নভেম্বর মাসে দেশের ৬৪টি জেলায় ১৫৪টি হাটবাজার থেকে তথ্য সংগ্রহ করে সিপিআই নির্ধারণ করা হয়েছে। সিপিআই-এর পয়েন্ট টু পয়েন্ট বৃদ্ধির হার আগের বছরের একই সময়ের তুলনায় নির্ধারিত হয়।
খাদ্যপণ্যের মূল্যস্ফীতি নভেম্বরে ৭.৩৬ শতাংশে পৌঁছেছে, যা অক্টোবরের ৭.০৮ শতাংশের তুলনায় বেশি। খাদ্যবহির্ভূত পণ্যে মূল্যস্ফীতি সামান্য কমে ৯.০৮ শতাংশ হয়েছে, যা অক্টোবরে ছিল ৯.১৩ শতাংশ।
গ্রাম ও শহর উভয় ক্ষেত্রেই দাম বৃদ্ধি লক্ষ্য করা গেছে। গ্রামে মূল্যস্ফীতি বেড়ে ৮.২৬ শতাংশে পৌঁছেছে (অক্টোবে ৮.১৬%), আর শহরে তা ৮.৩৯ শতাংশে দাঁড়িয়েছে (অক্টোবে ৮.৩৩%)।
গত কয়েক বছরে দেশের মূল্যস্ফীতি দীর্ঘ সময় ধরে উচ্চ পর্যায়ে রয়েছে। ২০২৪-২৫ অর্থবছরে বার্ষিক গড় মূল্যস্ফীতি ১০.০৩ শতাংশ। এর আগে ২০২০-২১ অর্থবছরে বার্ষিক গড় মূল্যস্ফীতি দুই অঙ্কের মধ্যে ছিল। যদিও গত অর্থবছরের জুনে পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে মূল্যস্ফীতি ৮.৪৮ শতাংশে নেমে আসে, যা ৩৫ মাসের মধ্যে সর্বনিম্ন ছিল।
২০২৫-২৬ অর্থবছরের প্রথম মাসে জুলাইয়ে মূল্যস্ফীতি ছিল ৮.৫৫ শতাংশ। এরপর আগস্টে তা কিছুটা কমে ৮.২৯ শতাংশে আসে, সেপ্টেম্বর ও অক্টোবর মাসে সামান্য ওঠানামার পর নভেম্বরের হারে পুনরায় বৃদ্ধি পেয়েছে।
১৫৪ বার পড়া হয়েছে