মোবাইল ব্যবসায়ীরা সারাদেশে দোকান বন্ধ রেখে বিক্ষোভে নেমেছে
রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫ ৬:১০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
মোবাইল ফোন ব্যবসায়ীরা সারাদেশে অনির্দিষ্টকালের জন্য দোকান বন্ধ রেখেছেন। রোববার সকাল থেকে এই কর্মসূচি শুরু করেছে ব্যবসায়ীরা।
বাংলাদেশ মোবাইল বিজনেস কমিউনিটি (এমবিসিবি) এ কর্মসূচির নেতৃত্ব দিচ্ছে। রাজধানীতে দোকানগুলোতে ক্রেতা প্রায় নেই, আর ব্যবসায়ীরা ধীরে ধীরে বিটিআরসি কার্যালয়ের সামনে অবস্থান নিতে শুরু করেছেন।
এবারের বিক্ষোভের মূল দাবি হলো আগামী ১৬ ডিসেম্বর থেকে চালু হতে যাওয়া ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্ট্রার (এনইআইআর) সংস্কার, একচেটিয়া সিন্ডিকেট প্রথার বিলোপ এবং মোবাইল ফোন আমদানির সুযোগ উন্মুক্ত করা।
মোবাইল ব্যবসায়ীরা অভিযোগ করেছেন, এনইআইআর বাস্তবায়িত হলে লাখ লাখ ব্যবসায়ী ও তাদের পরিবার ক্ষতিগ্রস্ত হবেন। তাদের বক্তব্য, নতুন নীতিমালা শুধু কয়েকটি প্রতিষ্ঠানের সুবিধা নিশ্চিত করবে এবং বাজারে মোবাইলের দাম বাড়াবে।
এমবিসিবি সাধারণ সম্পাদক আবু সায়ীদ পিয়াস জানান, ব্যবসায়ীরা এনইআইআর-এর বিরুদ্ধে নয়, তবে নীতিমালার কিছু সংস্কার, ন্যায্য করনীতি প্রণয়ন এবং সবার জন্য সমান ব্যবসায়িক সুযোগ নিশ্চিত করতে সরকারের সঙ্গে আলোচনা চান। কিন্তু কর্মকর্তারা কোনো পূর্ব-পরামর্শ ছাড়াই একতরফা নীতিমালা বাস্তবায়নের ঘোষণা দিয়েছেন।
ব্যবসায়ীদের মতে, দেশের প্রায় ২৫ হাজার মোবাইল ব্যবসাপ্রতিষ্ঠান এবং ২০ লাখের বেশি মানুষের জীবিকা এই নীতিমালার কারণে ঝুঁকির মধ্যে পড়েছে। তারা সতর্ক করেছেন, গুটিকয়েক ব্যবসায়ীকে সুবিধা দিলে বৃহৎ অংশের ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হবেন।
এছাড়া, এমবিসিবি জানাচ্ছে, এনইআইআর-এর বর্তমান কাঠামো অপরিবর্তিত থাকলে বৈধভাবে মোবাইল আমদানি কার্যত অসম্ভব হবে। ফলে বাজারে একচেটিয়া প্রতিযোগিতা তৈরি হবে এবং সাধারণ ভোক্তারা বেশি দাম দিয়ে মোবাইল কিনতে বাধ্য হবেন।
১৪০ বার পড়া হয়েছে