সর্বশেষ

জাতীয়ঢাকায় আবারও ৩.৬ মাত্রার ভূমিকম্প, উৎপত্তিস্থল নরসিংদীর ঘোড়াশাল
প্লট দুর্নীতি মামলায় শেখ হাসিনার ২১ বছর, জয়ের ৫ বছর এবং পুতুলের ৫ বছর কারাদণ্ড
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, নতুন ভর্তি ৫৬৭
সৌদি আরবসহ সাত দেশে প্রবাসীদের ভোট নিবন্ধন সাময়িক স্থগিত
দুদকের সব কর্মকর্তার সম্পদের বিবরণ বাধ্যতামূলক: প্রেস সচিব
দেশজুড়ে ১৩৬ পুলিশ পরিদর্শকের বদলি
হাসপাতালের সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে খালেদা জিয়া
রাজধানীর মগবাজারে বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে
সারাদেশঝিনাইদহে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে ১০ জন আহত, বাড়িঘর ভাংচুর
আন্তর্জাতিকহংকংয়ে আবাসিক কমপ্লেক্সে অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ৫৫
পেরুর সাবেক প্রেসিডেন্ট মার্টিন ভিজকারার ১৪ বছরের কারাদণ্ড
চীনে ট্রেনের ধাক্কায় ১১ রেলশ্রমিকের মৃত্যু
মিয়ানমারে ৩ হাজার রাজবন্দি মুক্তি, ৫৫০০ জনের অভিযোগ প্রত্যাহার
হোয়াইট হাউসের কাছে ন্যাশনাল গার্ডের দুই সদস্যকে গুলি
খেলাআইরিশদের বিপক্ষে ব্যাটিং বিপর্যয়, চট্টগ্রামে বাংলাদেশের বড় হার
বিপিএল শুরু ১৯ ডিসেম্বর, ফাইনাল ১৬ জানুয়ারি
সারাদেশ

কুষ্টিয়া-৪ আসনে চলছে বিতর্ক

সৈয়দ ফাতেমী আহমেদ রুমির ভাই মেহেদী রুমি পেয়েছেন বিএনপির সম্ভাব্য মনোনয়ন

কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়া প্রতিনিধি

বৃহস্পতিবার , ২৭ নভেম্বর, ২০২৫ ২:৩৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুষ্টিয়া–৪ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি সম্ভাব্য প্রার্থী হিসেবে ঘোষণা করেছে দলের সাবেক জেলা সভাপতি ও সাবেক সংসদ সদস্য সৈয়দ মেহেদী আহমেদ রুমির নাম। তবে এই সিদ্ধান্ত ঘিরে এলাকায় শুরু হয়েছে তীব্র আলোচনা-সমালোচনা।

দলের বিভিন্ন সূত্রের দাবি, ওয়ান-ইলেভেনের সময় বিএনপির বিরুদ্ধে হওয়া রাজনৈতিক ব্যবস্থাপনার পেছনে কিছু সেনা কর্মকর্তা ও বিএনপির একটি অংশ ভূমিকা পালন করেছিল। অভিযোগ রয়েছে, তৎকালীন এসএসএফের মহাপরিচালক সৈয়দ ফাতেমী আহমেদ রুমি ওই সময়ে পর্দার আড়াল থেকে এসব কর্মকাণ্ডে সমর্থন দিয়েছিলেন। তাঁর বিরুদ্ধে আরও অভিযোগ আছে যে, দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত ও সরকারি নথিপত্র আওয়ামী লীগ সরকারের হাতে তুলে দিয়ে তিনি আদালতে রাষ্ট্রপক্ষের সাক্ষী হিসেবেও উপস্থিত হন।

এছাড়া, ক্ষমতায় আসার পর আওয়ামী লীগ সরকার তাঁকে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব দেয়- তার মধ্যে উল্লেখযোগ্য ২০০৯ সালে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস)-এর চেয়ারম্যান পদে নিয়োগ।

এই দুই ভাই- সৈয়দ ফাতেমী আহমেদ রুমি ও সৈয়দ মেহেদী আহমেদ রুমি- কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার রাজনৈতিক ও প্রশাসনিক প্রভাবশালী পরিবার “সৈয়দ রুমি পরিবার”-এর সদস্য। তাদের বাবা সৈয়দ মাসউদ রুমি ১৯৭৯ সালে কুষ্টিয়া–৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।


স্থানীয় বিএনপি নেতাদের অভিযোগ, এসএসএফে দায়িত্বে থাকা অবস্থায় সৈয়দ ফাতেমী আহমেদ রুমি ক্ষমতার প্রভাব ব্যবহার করে তাঁর ভাই সাবেক এমপি মেহেদী আহমেদ রুমিকে রাজনৈতিক সুবিধা এনে দিয়েছিলেন। অপরদিকে, মেহেদী রুমির বিরুদ্ধে অভিযোগ- তাঁর রাজনৈতিক প্রভাব ও ভাইয়ের প্রভাব খাটিয়ে কুষ্টিয়া জেলায় দীর্ঘদিন একটি “অপরাধচক্র” টিকিয়ে রেখেছিলেন। এমনকি রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের লক্ষ্য করে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বা “ক্রসফায়ার”-এর ঘটনাও ঘটানো হয়েছে বলে স্থানীয়দের একটি অংশ দাবি করে।

খোকসা পৌরসভার জনপ্রিয় কাউন্সিলর দোলন হত্যা নিয়ে এলাকায় এখনো আলোচনা-সমালোচনা চলছে, যা অনেকেই ‘পরিকল্পিত ক্রসফায়ার’ দাবি করেন।

কুষ্টিয়া-৪ আসনে মেহেদী আহমেদ রুমিকে সম্ভাব্য প্রার্থী ঘোষণার পর থেকেই স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে। কুমারখালী ও খোকসার বহু নেতা-কর্মী বিক্ষোভ মিছিলসহ বিভিন্ন কর্মসূচি পালন করছেন প্রার্থী পরিবর্তনের দাবিতে।

একজন প্রবীণ বিএনপি নেতা নাম প্রকাশ না করার শর্তে জানান, ২০০১ থেকে তত্ত্বাবধায়ক সরকারের সময় পর্যন্ত রুমি পরিবার ক্ষমতার অপব্যবহার করেছে। এতে জেলা বিএনপি সাংগঠনিকভাবে দুর্বল হয়ে পড়েছে। বর্তমান প্রার্থী পরিবর্তন না করলে এখানকার বিএনপি প্রার্থী জামায়াতের কাছে বড় ব্যবধানে পরাজিত হতে পারে।

এ বিষয়ে সাবেক এসএসএফ মহাপরিচালক সৈয়দ ফাতেমী আহমেদ রুমি অথবা বিএনপির সম্ভাব্য প্রার্থী সৈয়দ মেহেদী আহমেদ রুমির বক্তব্য পাওয়ার চেষ্টা করা হলেও কেউই মন্তব্য দিতে রাজি হননি।

১৫৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন