চরম আতঙ্কে গতরাত ঘরের বাইরেই কাটিয়েছে নরসিংদীবাসী
রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫ ৯:৪৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
নরসিংদীতে একদিনের ব্যবধানে পরপর তিন দফা ভূমিকম্পে জেলার সর্বত্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
শনিবার সন্ধ্যায় তৃতীয়বারের মতো ভূমিকম্প অনুভূত হওয়ার পর রাতভর ঘরের বাইরে অবস্থান করেন বহু মানুষ। রবিবার (২৩ নভেম্বর) সকালেও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করতে দেখা যায়। আজ ঘরে ফিরে যাওয়ার সময় অনেকের মধ্যে আতঙ্ক দেখা গেছে।
তৃতীয় দফার ভূমিকম্পের পর সামাজিক যোগাযোগমাধ্যমে রাত ১২টার পর আবার বড় ভূমিকম্প হতে পারে এমন গুজব ছড়িয়ে পড়ে। এতে ভীত হয়ে অনেক বাসিন্দা ঘরবাড়ি ছেড়ে রাস্তায় বা খোলা জায়গায় আশ্রয় নেন। পৌর শহরসহ আশপাশের এলাকাগুলোতে দলে দলে মানুষকে বাইরে অবস্থান করতে দেখা গেছে। কেউ কলেজ মাঠে আশ্রয় নেন, আবার কেউ ভবনগুলোর নিচতলায় নেমে নিরাপদ জায়গায় অপেক্ষা করেন।
এদিকে প্রথম ভূমিকম্পে ঠিক কতটা ক্ষয়ক্ষতি হয়েছে তার সঠিক তথ্য এখনও জানা যায়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে নরসিংদীর বিভিন্ন পুরোনো শিক্ষা ভবন ও কলেজপাড়ার ঘনবসতিপূর্ণ এলাকায় থাকা বহু কোচিং সেন্টার ভূমিকম্প ঝুঁকিতে রয়েছে বলে গুজব ছড়িয়ে পড়ে। এ বিষয়ে সহকারী জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আকরাম হোসেন জানান, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের বিষয়ে এখনো কোনো সরকারি নির্দেশনা পাওয়া যায়নি। দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে এ নিয়ে একটি বৈঠক হওয়ার কথা রয়েছে। সিদ্ধান্ত হলে তা মন্ত্রণালয় থেকে জানানো হবে বলে তিনি জানান।
জেলা প্রশাসক আনোয়ার হোসেন বলেন, ক্ষতিগ্রস্তদের তালিকা প্রণয়ন করা হচ্ছে এবং দ্রুতই প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।
প্রসঙ্গত, শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে নরসিংদী কেন্দ্রিক ৫.৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। এরপর শনিবার সকালে ৩.৩ মাত্রা এবং সন্ধ্যায় ৪.৩ মাত্রার আর দুটি ভূমিকম্প হয়। তিনটিরই উৎপত্তিস্থল ছিল নরসিংদী।
১০৭ বার পড়া হয়েছে