সর্বশেষ

সারাদেশ

সাতক্ষীরায় ব্যাংকার’স অ্যাসোসিয়েশনের ২য় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা  
স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা  

শনিবার, ২২ নভেম্বর, ২০২৫ ৮:৫৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সাতক্ষীরা শহরে সরকারি ও বেসরকারি ব্যাংকের কর্মকর্তাদের সংগঠন ব্যাংকার’স অ্যাসোসিয়েশন সাতক্ষীরা তাদের দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত করেছে।

শুক্রবার (২১ নভেম্বর) সকালে শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে র‌্যালিটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রিন্স হোটেল এন্ড চিলি চাইনিজ রেস্টুরেন্ট-এর সম্মেলন কক্ষে পৌঁছায়।

আলোচনা সভার সভাপতিত্ব করেন ব্যাংকার’স অ্যাসোসিয়েশন সাতক্ষীরার সভাপতি ও জনতা ব্যাংক সুলতানপুর শাখার ম্যানেজার মোঃ আব্দুর রহিম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সমাজসেবক আলহাজ্ব ডাঃ আবুল কালাম বাবলা।

সংগঠনের সাংগঠনিক সম্পাদক ব্যাংক কর্মকর্তা মোঃ মনিরুল ইসলাম সভার সঞ্চালনা করেন। আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মোঃ কবির উদ্দীন, কার্যকারি সভাপতি মোঃ জিল্লুর রহমান, প্রধান উপদেষ্টা আব্দুল জলিল এবং অন্যান্য উপদেষ্টা বৃন্দ।

প্রধান অতিথি বক্তৃতায় বলেন, 'যেকোনো সংগঠন সমাজকে এগিয়ে নিয়ে যেতে পারে। ব্যাংকার’স অ্যাসোসিয়েশন একটি গুরুত্বপূর্ণ পেশাজীবি সংগঠন। এর কার্যক্রম তখনই সফল হবে যখন এটি সমাজের অসহায় ও দরিদ্র মানুষের কল্যাণে কাজ করবে।' তিনি আরও উল্লেখ করেন, 'ব্যাংকারদের কাজ শুধুমাত্র আর্থিক লেনদেন নয়; গ্রাহকদের সঙ্গে সুন্দর আচরণও একটি মহৎ সেবা।'

সভায় সভাপতির বক্তব্যে মোঃ আব্দুর রহিম বলেন, 'সংগঠনটির মাধ্যমে সাতক্ষীরার ব্যাংক কর্মকর্তাদের মধ্যে যে আত্মার বন্ধন তৈরি হয়েছে, তা আরও দৃঢ় হবে। এটি সম্পূর্ণ অরাজনৈতিক এবং সামাজিক দিক থেকে গঠিত একটি পেশাজীবি সংগঠন।'

অনুষ্ঠানে সাতক্ষীরার সরকারি ও বেসরকারি প্রায় ২০০-এর বেশি ব্যাংক কর্মকর্তা উপস্থিত ছিলেন।

১০৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন