সেনাকুঞ্জে জনসমক্ষে খালেদা জিয়া, ড. ইউনূসের সঙ্গে একান্তে আলাপ
শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫ ১২:৫৩ অপরাহ্ন
শেয়ার করুন:
সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে এক বছর পর আবারও উপস্থিত হলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
শুক্রবার বিকেল চারটার দিকে গুলশানের বাসা ফিরোজা থেকে রওনা হয়ে তিনি সেনানিবাসে পৌঁছালে তিন বাহিনীর প্রধানরা তাকে স্বাগত জানান।
হুইলচেয়ারে করে অনুষ্ঠানস্থলে পৌঁছানো খালেদা জিয়ার পরনে ছিল ল্যাভেন্ডার রঙের শিফন শাড়ি। অতিথিদের সম্ভাষণের জবাবে তাকে হাত নেড়ে সাড়া দিতে দেখা যায়।
অনুষ্ঠানের প্রধান অতিথি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের আগমনের পর জাতীয় সংগীতের মাধ্যমে সংবর্ধনা শুরু হয়। বক্তব্যে তিনি সশস্ত্র বাহিনীর সদস্যদের অভিনন্দন জানান এবং মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণ করেন।
এর কিছুক্ষণ পর খালেদা জিয়া সেনাকুঞ্জে পৌঁছালে উপস্থিত অতিথিদের নজর তার দিকেই ঘুরে যায়। প্রথমে প্রধান উপদেষ্টার সঙ্গে কয়েক মিনিট আলাপের পর তারা মূল আসনে যান। পরবর্তীতে দুজনকে পাশাপাশি বসে হাসিমুখে কথা বলতে দেখা যায়। অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশনে সরাসরি প্রচার করা হয়।
খালেদা জিয়ার সঙ্গে একই গাড়িতে ছিলেন প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান সিঁথি এবং খালেদা জিয়ার প্রয়াত ভাই সাঈদ ইসকান্দারের স্ত্রী নাসরিন ইসকান্দার। গাড়িবহরে আরও ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তার মেডিকেল বোর্ডের প্রধান অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন।
এছাড়া অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহ উদ্দিন আহমদ ও হাফিজ উদ্দিন আহমেদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন। জামায়াতের আমীর শফিকুর রহমান, নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থসহ আরও বহু নেতা যোগ দেন অনুষ্ঠানে।
নানা শারীরিক জটিলতার কারণে দীর্ঘদিন ধরে রাজনৈতিক কর্মসূচিতে সক্রিয় নন খালেদা জিয়া। গত এক বছরে জনসমক্ষে তাকে দেখা গেছে মাত্র দু’বার—গত বছরের সেনাকুঞ্জের অনুষ্ঠান এবং চলতি বছরের ৮ অক্টোবর স্বামী জিয়াউর রহমানের কবর জিয়ারতের সময়।
১২৩ বার পড়া হয়েছে