সর্বশেষ

জাতীয়

নির্বাচনে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সেনাবাহিনীর সহায়তা কামনা ড. ইউনূসের  

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার , ২০ নভেম্বর, ২০২৫ ৫:০৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচনকে শান্তিপূর্ণ, উৎসবমুখর ও আনন্দময় করার জন্য সেনাবাহিনীর সহায়তা একান্তভাবে প্রয়োজন।

বুধবার দুপুরে মিরপুর সেনানিবাসের ডিফেন্স সার্ভিস কমান্ড ও স্টাফ কলেজ (ডিএসসিএসসি) অডিটোরিয়ামে অনুষ্ঠিত কোর্স-২০২৫ গ্র্যাজুয়েশন সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এ মন্তব্য করেন।

প্রধান উপদেষ্টা বলেন, 'দেশবাসীর দীর্ঘদিনের প্রত্যাশিত এই নির্বাচনের পরিবেশ এমনভাবে তৈরি করতে চাই, যাতে এটি সত্যিকারের শান্তিপূর্ণ উৎসবের রূপ পায়। সেই লক্ষ্য অর্জনে আমাদের সেনাবাহিনীর সহায়তা অপরিহার্য।'

জুলাই মাসের গণ-অভ্যুত্থানে সেনাবাহিনীর ভূমিকা স্মরণ করে তিনি বলেন, 'সেনাবাহিনী সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছিল, যা প্রশংসনীয়।'

কোর্স-২০২৫ এ অংশ নিয়েছে ২৪টি দেশের ৩১১ জন তরুণ সামরিক অফিসার। অংশগ্রহণকারীরা তাদের অর্জিত জ্ঞান ব্যবহার করে দেশের সংকটকালীন পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সক্ষমতা অর্জন করেছেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে সরকারের উপদেষ্টারা, মন্ত্রিপরিষদ সচিব ও তিন বাহিনীর প্রধানসহ অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

১০৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন