সর্বশেষ

জাতীয়

রাজধানীর রামপুরায় বাসে অগ্নিকাণ্ড, মিরপুরে ককটেল বিস্ফোরণ

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫ ৫:২০ অপরাহ্ন

শেয়ার করুন:
রাজধানীর রামপুরায় ভিক্টর পরিবহনের একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বুধবার রাত প্রায় ১০টার দিকে বাংলাদেশ টেলিভিশনের কার্যালয়ের নিকটবর্তী এলাকায় বাসটিতে হঠাৎ আগুন দেখা দেয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার পরপরই বাসটি থেকে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। তাদের ধারণা, জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে অজ্ঞাত কেউ বাসটিতে আগুন দিয়ে থাকতে পারে।

ঘটনাস্থলে থাকা এক পুলিশ সদস্য জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসকে ঘটনা সম্পর্কে জানানো হয়েছে। রাত ১০টা ২০ মিনিটে ফায়ার সার্ভিসের একটি দল সেখানে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে।

এদিকে, এর আগে রাত পৌনে ৯টার দিকে  মিরপুরের পল্লবী থানার পাশে তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। রাত পৌনে ৯টার দিকে পল্লবী থানার লাগোয়া সাগুফতা আবাসনের প্রবেশমুখে এই বিস্ফোরণ ঘটে। তবে এতে কেউ আহত হয়নি।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিরপুর বিভাগের উপ-কমিশনার মাকসুদুর রহমান ঘটনাটির সত্যতা নিশ্চিত করে জানান, রাত ৮টা ৪৫ মিনিটের দিকে কালশী ফ্লাইওভার থেকে দুর্বৃত্তরা ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়।

গত সোমবার একই এলাকায় পল্লবী যুবদলের সদস্য সচিব গোলাম কিবরিয়াকে প্রকাশ্যে গুলি করে হত্যার মাত্র দুই দিন পর এ ধরনের বিস্ফোরণের ঘটনা ঘটল।

১২৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন