সর্বশেষ

জাতীয়

ভোটারের উপস্থিতি বাড়াতে সব দলকে আচরণবিধি মেনে চলার আহ্বান সিইসি'র

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫ ৭:১১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
আসন্ন জাতীয় নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে আয়োজন করতে এবং কেন্দ্রে ভোটারের উপস্থিতি বাড়াতে সব রাজনৈতিক দলের সহযোগিতা ও নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে মেনে চলার আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

তিনি বলেন, 'সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা নির্বাচন কমিশনের প্রতিশ্রুতি, আর জাতীয় স্বার্থে এটি সব দলেরই অঙ্গীকার হওয়া উচিত।'

বুধবার রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে চতুর্থ দিনের প্রথম পর্বের সংলাপে অংশ নিয়ে সিইসি এসব কথা বলেন। তিনি জানান, নির্বাচনী আচরণবিধি প্রতিপালনই শান্তিপূর্ণ ভোটের প্রধান শর্ত এবং এতে সব দলের আন্তরিক ভূমিকা অপরিহার্য।

সিইসি আরও বলেন, 'নির্বাচন সফল করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চেয়েও বড় ভূমিকা রাজনৈতিক দলগুলোর। দলগুলো দায়িত্বশীলভাবে কাজ করলে কমিশনের ওপর অতিরিক্ত চাপ পড়ে না।'
তিনি ভোটারদের উপস্থিতি বাড়াতে দলগুলোর সহযোগিতা চেয়ে বলেন, নিজ নিজ কর্মীদের মাধ্যমে ভোটারদের কেন্দ্রে আনতে দলগুলো সক্রিয় ভূমিকা রাখবে বলে তিনি আশা করেন।

সংলাপের প্রথম পর্বে জামায়াতে ইসলামীসহ ছয়টি রাজনৈতিক দল অংশ নেয়। সিইসির সঙ্গে আরও তিন নির্বাচন কমিশনার এবং ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

১০৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন