মেক্সিকোতে সামরিক অভিযান চালানোর সম্ভাবনা যুক্তরাষ্ট্রের
মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫ ৮:৪৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, ভেনেজুয়েলার পর মেক্সিকোতেও মাদক কার্টেলের বিরুদ্ধে হামলা চালানো হতে পারে।
তবে মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেইনবাম ইতিমধ্যেই স্পষ্ট করেছেন, তার দেশ কোনো বিদেশি সামরিক পদক্ষেপকে সমর্থন করবে না।
সোমবার (১৭ নভেম্বর) সাংবাদিকদের সঙ্গে ওভাল অফিসে ট্রাম্প বলেন, 'মাদকপাচার ঠেকাতে মেক্সিকোতে হামলার বিষয়ে আলোচনা করেছি। তারা জানে আমি কী ভাবি।' তিনি আরও দাবি করেন, যুক্তরাষ্ট্রে মাদকের কারণে লাখো মানুষ মারা যাচ্ছে এবং নৌপথে মাদক পরিবহন নিয়ন্ত্রণ করা গেলেও অন্যান্য রুট সক্রিয় রয়েছে।
অস্ট্রেলিয়ার মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ের ল্যাটিন আমেরিকান স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক জেফ গারমানি মনে করেন, 'মেক্সিকোর আপত্তি ট্রাম্পের কাছে তেমন প্রভাব ফেলবে না। আন্তর্জাতিক আইন বা কূটনৈতিক প্রোটোকল তিনি সাধারণত মানেন না।' তিনি বলেন, মেক্সিকোর কার্টেলগুলো বিশ্বের সবচেয়ে শক্তিশালী অপরাধচক্র, তাই সীমিত সামরিক হামলা মূলত 'পাবলিক রিলেশনস স্টান্ট' ছাড়া কিছুই হবে না।
মার্কিন সংবাদমাধ্যম এনবিসির প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র মেক্সিকোতে যৌথ গোয়েন্দা অভিযান এবং সম্ভাব্য ড্রোন হামলার প্রস্তুতি নিচ্ছে, যেখানে মাদক ল্যাব ও কার্টেল সদস্যরা লক্ষ্য হতে পারে। ট্রাম্প বলেন, 'আমরা প্রতিটি রুট, প্রতিটি মাদকসর্দারের ঠিকানা জানি।'
২০১৭ সালে ক্ষমতায় ফেরার পর ট্রাম্প কংগ্রেস ছাড়াই সামরিক অভিযান চালানোর জন্য নির্বাহী আদেশ ও আইনি ফাঁকফোকর ব্যবহার করেছেন। এছাড়া, ছয়টি মাদক কার্টেলকে 'বিদেশি সন্ত্রাসী সংগঠন' হিসেবে ঘোষণা করে জাতীয় নিরাপত্তার যুক্তিতে হামলাগুলো বৈধতা দেওয়ার চেষ্টা করছেন।
তবে, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো এই অভিযানগুলোকে মানবতাবিরোধী হত্যাকাণ্ড হিসেবে আখ্যায়িত করেছে। হোয়াইট হাউসের তথ্য অনুযায়ী, গত সেপ্টেম্বর থেকে ক্যারিবীয় ও প্রশান্ত মহাসাগরে অন্তত ২০টি হামলায় ৮০-এর বেশি মানুষ নিহত হয়েছেন।
১১৬ বার পড়া হয়েছে