শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় নিয়ে শুভেন্দু অধিকারীর প্রতিক্রিয়া
মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫ ২:৫২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
মানবতাবিরোধী অপরাধের মামলায় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ঘোষিত মৃত্যুদণ্ডের রায় রাজনৈতিক মহলে নানা প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।
ভারতের পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা ও বিজেপি নেতা শুভেন্দু অধিকারী দাবি করেন, এ রায় স্বতঃস্ফূর্তভাবে নয়, বরং “পাকিস্তানের ইঙ্গিতে” দেওয়া হয়েছে। সোমবার ভারতীয় সংবাদমাধ্যম এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।
শুভেন্দু অধিকারী বলেন, শেখ হাসিনা বাংলাদেশের হলেও বাঙালি সংস্কৃতির সঙ্গে গভীরভাবে যুক্ত এবং তিনি একজন প্রগতিশীল নেতা। তাঁর দাবি, “শেখ হাসিনা কখনোই উগ্রপন্থার সঙ্গে সম্পৃক্ত ছিলেন না। তাই এ ধরনের রায় কার্যকর হওয়ার সম্ভাবনা নেই।”
এদিকে ওই রায় সম্পর্কে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়েছে। এক বিবৃতিতে তারা জানায়, বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া রায়টি তারা লক্ষ্য করেছে। ভারত পুনর্ব্যক্ত করে যে, তারা বরাবরই বাংলাদেশের মানুষের শান্তি, গণতন্ত্র, অংশগ্রহণ ও স্থিতিশীলতার পক্ষে অবস্থান নিয়ে আসছে।
বিবৃতিতে আরও বলা হয়, ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে ভারত বাংলাদেশের সামগ্রিক স্থিতিশীলতা ও উন্নতির স্বার্থে সব পক্ষের সঙ্গে গঠনমূলকভাবে কাজ করে যাবে।
১৯৪ বার পড়া হয়েছে