নরওয়ে বিশ্বকাপে ফিরল, এবার ৪৮ দলের নতুন ফরম্যাটেও জায়গা নিশ্চিত
সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫ ৮:৪১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
গতকাল রাতে নরওয়ে ৩২তম দল হিসেবে ২০২৬ সালের বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে। ইতালিকে ৪–১ গোলের হারিয়ে দীর্ঘ ২৮ বছর পর বিশ্বকাপে ফিরল ‘নিশীথ সূর্যের দেশ’।
নরওয়ের সর্বশেষ বিশ্বকাপ খেলার ঘটনা ১৯৯৮ সালে, যখন প্রথমবারের মতো ৩২ দলের বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল। এবার নতুন ফরম্যাটে ৪৮ দলের মধ্যে স্থান করে নেওয়ায় তারা ইতিহাসে এক নতুন অধ্যায় যুক্ত করল।
বর্তমানে আর্লিং হলান্ডের নেতৃত্বে নরওয়ের সঙ্গে বিশ্বকাপ নিশ্চিত করেছে আরও ১৫টি দেশ। এই তালিকা আগামী কয়েক দিনের মধ্যে চূড়ান্ত হবে, যেখানে কিছু দল সরাসরি টিকিট পাবে, অন্যরা প্লে-অফ থেকে সুযোগ পাবে।
৪৮ দল নিয়ে চূড়ান্ত ড্র অনুষ্ঠিত হবে ৫ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে। স্বাগতিক হিসেবে কানাডা, যুক্তরাষ্ট্র ও মেক্সিকো বাছাইপর্ব না খেলেই সরাসরি টিকিট পেয়ে গেছে।
দক্ষিণ আমেরিকা: আর্জেন্টিনা প্রথমে টিকিট নিশ্চিত করেছে। ব্রাজিল, উরুগুয়ে, ইকুয়েডর, প্যারাগুয়ে ও কলম্বিয়া সরাসরি খেলার সুযোগ পেয়েছে। প্লে-অফে খেলবে বলিভিয়া।
ইউরোপ: ইংল্যান্ড, পর্তুগাল, ক্রোয়েশিয়া, ফ্রান্স ও নরওয়ে সরাসরি টিকিট পেয়ে গেছে। স্পেন, বেলজিয়াম, জার্মানি সহ আরও ৯টি দল সরাসরি সুযোগ পেতে যাচ্ছে। ইতালি সহ কিছু দলকে প্লে-অফে নামতে হবে।
আফ্রিকা: আলজেরিয়া, দক্ষিণ আফ্রিকা, কেপ ভার্দে, আইভরিকোস্ট, মিসর, ঘানা, মরক্কো, তিউনিসিয়া ও সেনেগাল সরাসরি খেলবে। কঙ্গো ইন্টারকনটিনেন্টাল প্লে-অফ জিতে সুযোগ পেয়েছে।
এশিয়া: সৌদি আরব, কাতার, দক্ষিণ কোরিয়া, ইরান, জাপান, জর্ডান, অস্ট্রেলিয়া ও উজবেকিস্তান সরাসরি টিকিট নিশ্চিত করেছে। সংযুক্ত আরব আমিরাত ও ইরাক প্লে-অফের মাধ্যমে সুযোগের জন্য লড়ছে।
ওশেনিয়া: নিউজিল্যান্ড সরাসরি বিশ্বকাপে জায়গা পেয়েছে।
নরওয়ের বিশ্বকাপে ফিরে আসা ফুটবলপ্রেমীদের মধ্যে উৎসাহের নতুন ঢেউ তৈরি করেছে, আর বাকিদেরও ৪৮ দল নিয়ে খেলায় স্থান পেতে প্রতীক্ষা করছে।
১০৮ বার পড়া হয়েছে