সর্বশেষ

জাতীয়

রাজধানীতে ছাত্রশক্তির মশাল মিছিল: নিরপেক্ষ বিচার দাবি

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫ ৫:৫৮ অপরাহ্ন

শেয়ার করুন:
রাজধানীর শাহবাগ মোড় থেকে রোববার (১৬ নভেম্বর) সন্ধ্যায় মশাল মিছিল করেছে জাতীয় ছাত্রশক্তি।

সংগঠনের নেতা-কর্মীরা গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়ে এ কর্মসূচি পালন করেন। শাহবাগ থেকে শুরু হওয়া মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে টিএসসি এলাকায় রাজু ভাস্কর্যের সামনে এসে শেষ হয়।


মিছিল-পরবর্তী সমাবেশে জাতীয় ছাত্রশক্তির সভাপতি জাহিদ আহসান বলেন, গত ১৬ বছরে সংঘটিত বিভিন্ন হত্যাকাণ্ডের নিরপেক্ষ বিচার চাই তারা। তিনি ২০০৯ সালের বিডিআর ট্র্যাজেডি, ২০১৩ সালের ৫ মে’র ঘটনাসহ রাজনৈতিক নেতা-কর্মীদের গুম-খুনের বিচার দ্রুত সম্পন্ন করার দাবি জানান। জাহিদ আহসান অভিযোগ করেন, “আওয়ামী লীগ ক্ষমতায় থেকে হাজারো প্রাণহানি ঘটিয়েছে এবং মুক্তিযুদ্ধের চেতনাকে ক্ষুণ্ন করেছে।” তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারের সময় আওয়ামী লীগের কিছু নেতার জামিন দেওয়া—বিশেষ করে সাবের হোসেন চৌধুরীর জামিন—প্রশ্ন তুলছে।

কর্মসূচিতে সংগঠনের বিভিন্ন ইউনিটের শতাধিক নেতা-কর্মী অংশ নেন।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মশাল মিছিল: ছাত্রশক্তি, আধিপত্যবিরোধী মঞ্চ ও ছাত্র ইউনিয়নের সংহতি
একই দাবিতে রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও মশাল মিছিল অনুষ্ঠিত হয়। রোববার রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকা থেকে বিশ্ববিদ্যালয় শাখা জাতীয় ছাত্রশক্তির নেতা-কর্মীরা মিছিল শুরু করেন। ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মিছিলটি ‘অদম্য ২৪’ স্মৃতিস্তম্ভের সামনে গিয়ে শেষ হয়।

মিছিলে অংশগ্রহণকারীরা শেখ হাসিনার বিচার দাবিসহ ক্যাম্পাসে আধিপত্যের বিরুদ্ধে নানা স্লোগান দেন। মিছিল শেষে ‘অদম্য ২৪’র সামনে অনুষ্ঠিত সমাবেশে ছাত্রশক্তির পাশাপাশি আধিপত্যবিরোধী মঞ্চ ও বাংলাদেশ ছাত্র ইউনিয়ন (জাবি সংসদ–একাংশ) সংহতি জানিয়ে বক্তব্য দেয়।

সমাবেশ পরিচালনা করেন ছাত্রশক্তির সংগঠক মার্জিউর রহমান চৌধুরী। বক্তারা ক্যাম্পাসে অব্যাহত সহিংসতা, রাজনৈতিক দমন-পীড়ন ও ন্যায়বিচারের অভাবের বিরুদ্ধে একযোগে আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

১১৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন