দক্ষিণ কেরানীগঞ্জ থানার ডাম্পিংয়ে অগ্নিকাণ্ড: নাশকতার সন্দেহ
রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫ ৫:৪৬ অপরাহ্ন
শেয়ার করুন:
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার ডাম্পিং এলাকায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
রোববার (১৬ নভেম্বর) রাত ১০টার দিকে দুর্বৃত্তরা এ আগুন লাগিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস।
পোস্তাগোলা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার সাজেদুল কবির জোয়ারদার বলেন, “রাত ১০টার দিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছি। আগুনের তীব্রতা ও আশপাশের লোকজনের বক্তব্য থেকে বোঝা যায়, কেউ ইচ্ছাকৃতভাবে আগুন ধরিয়ে দিয়েছে। এতে ডাম্পিংয়ে রাখা একটি লেগুনা সম্পূর্ণ পুড়ে যায়।” পরে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট দ্রুত এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শী এক নারী জানান, আগুন দেখা মাত্র তিনি চিৎকার দিলে দুই ব্যক্তিকে দৌঁড়ে পালাতে দেখেন। অন্ধকার থাকায় তাদের চিহ্নিত করা সম্ভব হয়নি।
তবে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আক্তার হোসেন জানান, অগ্নিকাণ্ডের ঘটনা সত্য হলেও তা নাশকতাজনিত নয়; বরং আবর্জনার স্তুপ থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে তিনি দাবি করেন।
অগ্নিকাণ্ডের কারণ নিয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ভিন্ন মত দিলেও ঘটনাটি তদন্ত করে প্রকৃত কারণ উদ্ঘাটনের চেষ্টা চলছে।
১২১ বার পড়া হয়েছে