সাহিত্য
বেঁচে থাকতে কত অভিলাষ,
সম্পদের বিষ, বিষে ভরা সম্পদ
শাহ্ আলম
সোমবার, ১০ নভেম্বর, ২০২৫ ৩:০২ অপরাহ্ন
শেয়ার করুন:
বেঁচে থাকতে কত অভিলাষ,
মরে গেলে শুধু হয়ে যায় লাশ।
থেকে যায় জমানো সব অর্থ সম্পদ,
কোনই কাজে আসে না, হোক যত বড় পদ।
জমানো সম্পদের জন্যে ওয়ারিশদের হানাহানি,
বড়, ছোট আর মান্য থাকে না,থাকে না মানামানি।
বাবার লাশ বৃষ্টিতে ভিজে,আগে সম্পদ হোক ভাগ,
,বাবা আর মালিক নেই, তুই কেরে ভাগ।
লাশ খাটে শুয়ে আছে, সন্তানরা করে মারামারি,
জমানো সম্পদ অভিশাপ আনে, লাশের পড়ে সারি।
এক উদরের সন্তান তারা এক বাবার সন্তান,
তবু সম্পদের জন্যে একে অন্যের নিয়ে নেয় জান।
লোভ বিবেক হারা করে, থাকে না,দয়া মায়া,
ভুলে যায় ছোটকালে এই ভাই ছিল ছায়া।
ছোটকালে এইবোন কোলেপিঠে করেছে সেবাযত্ন
বোন ভেবেছিল,মনে বড় আশা,ভাই হবে তার রত্ন।
সেই দয়া-মায়া,স্নেহ-ভালোবাসা সব আজ শেষ,
মানবিকতা আত্মিক বন্ধন,নেই কিছু অবশেষ।
১২৫ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর