ঝিনাইদহে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ প্রতিপাদ্যে র্যালী ও যুবসমাবেশ
সোমবার, ১০ নভেম্বর, ২০২৫ ৯:৪৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ঝিনাইদহে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ প্রতিপাদ্যকে সামনে রেখে র্যালী ও যুবসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার জেলা প্রশাসনের উদ্যোগে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে র্যালীটি শুরু হয়ে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের বিভিন্ন স্থানের মধ্য দিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
এরপর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল, অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুর রহমান, সুবীর কুমার দাশ, জেলা শিক্ষা অফিসার লুৎফর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মুন্সী ফিরোজা সুলতানা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সদস্য সচিব সাইদুর রহমানসহ যুবনেতারা বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় যুব সমাজই মূল চালিকা শক্তি। শিক্ষায়, প্রযুক্তিতে, কৃষি ও শিল্পখাতে নিজেদের প্রতিষ্ঠিত করে তরুণরা দেশকে এগিয়ে নিতে পারে। তারা আরও বলেন, আজকের যুবকই আগামী দিনের নেতা। তাদের মেধা, মনন ও সৃজনশীলতা কাজে লাগিয়ে বাংলাদেশকে এগিয়ে নেওয়া সম্ভব।
১০৮ বার পড়া হয়েছে