সর্বশেষ

রাজনীতি

নির্বাচন পিছিয়ে গেলে দেশের সর্বনাশ হবে: মির্জা ফখরুল

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

সোমবার, ১০ নভেম্বর, ২০২৫ ৯:০৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পিছিয়ে দেওয়ার চক্রান্ত চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, নির্বাচন বিলম্বিত হলে দেশের ‘সর্বনাশ’ ঘটবে।

সোমবার বেলা সাড়ে ১১টার দিকে ঠাকুরগাঁও জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের আয়োজনে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, 'আজকে ষড়যন্ত্র চলছে নির্বাচন বানচাল করার, নির্বাচন পিছিয়ে দেওয়ার। সেই নির্বাচন পিছিয়ে দেওয়া মানে আমাদের সর্বনাশ। এ দেশের সর্বনাশ। এখন একটি নির্বাচিত সরকার খুবই প্রয়োজন।'

তিনি আরও বলেন, 'আমরা প্রফেসর ইউনূসকে শ্রদ্ধা করি, সম্মান করি। আশা করি তিনি দ্রুত তফসিল ঘোষণা করে একটি নির্বাচিত সরকার গঠনের ব্যবস্থা করবেন।'

মুক্তিযুদ্ধের চেতনার প্রতি শ্রদ্ধা জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, '১৯৭১ সালে যারা পাকিস্তান হানাদার বাহিনীর সহযোগী ছিল, তাদের সঙ্গে কোনো আপস হতে পারে না। মুক্তিযোদ্ধাদের এখনই গর্জে উঠতে হবে।'

তিনি অভিযোগ করেন, একটি মহল মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। 'আজকে এমনভাবে বোঝানো হচ্ছে যে ১৯৭১ সালে কিছুই হয়নি, সব কিছু এখনকার প্রজন্মই করছে। মুক্তিযোদ্ধাদের অবদান ভুলিয়ে দেওয়ার অপচেষ্টা চলছে,' বলেন তিনি।

একাত্তরের স্মৃতি স্মরণ করে মির্জা ফখরুল বলেন, 'নয় মাসের যুদ্ধ আমরা ভুলে যেতে পারি না। যেমন নিজের জন্ম ভুলে থাকা যায় না, তেমনি মুক্তিযুদ্ধকেও ভুলে থাকা সম্ভব নয়।'

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের আহ্বায়ক নাঈম জাহাঙ্গীর, ঠাকুরগাঁও জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা নুর করিম, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরিফসহ স্থানীয় বিএনপি ও মুক্তিযোদ্ধা নেতারা।

১০৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
রাজনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন