সর্বশেষ

আন্তর্জাতিক

গাজায় যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ, মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৬৯ হাজার

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

রবিবার, ৯ নভেম্বর, ২০২৫ ২:৫৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
দখলদার ইসরাইলি বাহিনীর অব্যাহত হামলায় রক্তে রঙিন হয়ে উঠেছে অবরুদ্ধ ফিলিস্তিনের গাজা উপত্যকা। যুদ্ধবিরতি চুক্তি কার্যকর থাকা সত্ত্বেও ইসরাইলি সেনাদের হামলায় ক্রমেই বাড়ছে মৃতের সংখ্যা।

শনিবার (৮ নভেম্বর) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরাইলি আগ্রাসনে এ পর্যন্ত ৬৯ হাজার ১৬৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সাম্প্রতিক যুদ্ধবিরতি চুক্তির পর থেকে নতুন করে ২৪০ জনের বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন ইসরাইলি হামলায়। শনিবারও হামলায় আরও দুই ফিলিস্তিনি নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

স্থানীয় সূত্র বলছে, ইসরাইলি সেনারা প্রায়ই গাজার উত্তরাঞ্চলের কথিত ‘ইয়েলো লাইন’ অতিক্রমের অজুহাতে ফিলিস্তিনিদের লক্ষ্য করে গুলি চালাচ্ছে। তবে স্থানীয়দের দাবি, এই সীমারেখা কোথায় তা স্পষ্ট নয়— ফলে প্রতিদিনই গুলিতে নিহত হচ্ছেন সাধারণ মানুষ।

এ ছাড়া গাজার বিভিন্ন স্থানে এখনো বিস্ফোরিত হয়নি এমন হাজার হাজার বোমার মজুত রয়েছে। স্থানীয় প্রশাসনের হিসাবে, এখন পর্যন্ত ইসরাইল গাজায় প্রায় দুই লাখ টন বোমা নিক্ষেপ করেছে, যার মধ্যে প্রায় ৭০ হাজার টন এখনো নিষ্ক্রিয় অবস্থায় রয়েছে।

অবকাঠামোগত ধ্বংসযজ্ঞের কারণে মারাত্মক পানিসঙ্কট দেখা দিয়েছে শেখ রাদওয়ান এলাকায়। পাম্প স্টেশন ও নিষ্কাশন ব্যবস্থার ক্ষতিতে বৃষ্টির পানির পুকুরগুলোতে জমেছে ময়লা-আবর্জনা, যা আশপাশের বসতি ও আশ্রয়কেন্দ্রে ছড়িয়ে পড়ছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, পানির স্তর ছয় মিটার পর্যন্ত বেড়ে গেছে- এতে দুর্গন্ধ, মশা এবং সংক্রমণের আশঙ্কা দেখা দিয়েছে। জাতিসংঘের প্রতিবেদন বলছে, গাজার ভূগর্ভস্থ পানির বেশিরভাগই এখন মারাত্মকভাবে দূষিত।

এদিকে, পশ্চিম তীরেও বাড়ছে সহিংসতা। জেনিনের রাবা গ্রামে ফিলিস্তিনিদের বাড়িঘরে হামলা চালিয়েছে ইসরাইলি বসতি স্থাপনকারীরা, যাদের সহায়তা করছে সেনারা। জাতিসংঘের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বর থেকে এখন পর্যন্ত পশ্চিম তীরের ৭০টি গ্রামে মোট ১২৬টি সহিংস হামলা হয়েছে। এতে চার হাজারের বেশি জলপাই গাছ পুড়ে গেছে।

১০২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন