সর্বশেষ

সারাদেশ

নরসিংদীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১৫

নরসিংদী প্রতিনিধি
নরসিংদী প্রতিনিধি

শনিবার, ৮ নভেম্বর, ২০২৫ ৬:৪৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নরসিংদীর মাধবদী থানার চরাঞ্চল চরদীঘলদী ইউনিয়নের জিতরামপুর এলাকায় খেয়াঘাটের ভাড়া আদায় ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ফের সংঘর্ষের ঘটনা ঘটেছে।

শনিবার সকালে মাইকে ঘোষণা দিয়ে দুই দফায় এই সংঘর্ষে টেঁটাবিদ্ধসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।

মাধবদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নজরুল ইসলাম জানান, খেয়াঘাটে অতিরিক্ত ভাড়া আদায় ও এলাকার নিয়ন্ত্রণ নিয়ে স্থানীয় শহিদ মেম্বার ও চাঁন মিয়া গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে গত সোমবার ও মঙ্গলবারও দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়, যাতে ১০ জন আহত হন।

তিনি আরও জানান, শনিবার সকালে পুলিশ না থাকার সুযোগে পুনরায় মাইকে ঘোষণা দিয়ে দুই পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র ও টেঁটা নিয়ে মুখোমুখি হয়। এতে উভয় পক্ষের ১৫ জন আহত হন।

আহতদের মধ্যে কয়েকজনকে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে পুলিশের ভয়ে অনেকেই বিভিন্ন স্থানে গোপনে প্রাথমিক চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।

ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি শান্ত বলে জানিয়েছেন ওসি নজরুল ইসলাম।

১১২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন