সর্বশেষ

আন্তর্জাতিক

পোর্টল্যান্ডে ন্যাশনাল গার্ড মোতায়েন ‘অবৈধ’: ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে আদালতের রায়

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

শনিবার, ৮ নভেম্বর, ২০২৫ ৬:৪৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
অরেগনের পোর্টল্যান্ড শহরে ন্যাশনাল গার্ড সেনা মোতায়েনের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশকে অবৈধ ঘোষণা করেছেন মার্কিন ফেডারেল বিচারক ক্যারিন ইমারগুট।

শুক্রবার দেওয়া এই রায় ট্রাম্প প্রশাসনের জন্য বড় ধরনের আইনি ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, বিক্ষোভ দমনে ট্রাম্প প্রশাসনের সেনা ব্যবহারের পরিকল্পনার বিরুদ্ধে এটি প্রথম স্থায়ী রায়, যা অভিবাসন কর্তৃপক্ষবিরোধী বিক্ষোভ দমনে সামরিক শক্তি ব্যবহারের পথ আটকে দিল।

বিচারক ইমারগুট তার ১০৬ পৃষ্ঠার রায়ে উল্লেখ করেন, পোর্টল্যান্ডে এমন কোনো পরিস্থিতি তৈরি হয়নি যা বিদ্রোহ বা সরকারের আইন প্রয়োগে অক্ষমতা হিসেবে গণ্য করা যায়। বরং, ফেডারেল কর্মকর্তাদের কাজে যে বাধাগুলো দেখা গেছে, তা ছিল “নগণ্য ও বিচ্ছিন্ন ঘটনা”।

তিনি আরও বলেন, ট্রাম্প প্রশাসনের সেনা মোতায়েনের আগে থেকেই শহরের সহিংসতা অনেকটাই কমে গিয়েছিল।

ডেমোক্র্যাট নেতারা অভিযোগ করেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প প্রকৃত জরুরি অবস্থা না থাকা সত্ত্বেও বিদ্রোহ দমন আইনের অপব্যবহার করছেন। তাদের মতে, অভ্যন্তরীণ শান্তি রক্ষায় সামরিক বাহিনী ব্যবহারের ক্ষমতা কেবলমাত্র সশস্ত্র বিদ্রোহ বা বড় ধরনের নিরাপত্তা হুমকির ক্ষেত্রেই প্রযোজ্য।

এর আগে, গত ৫ অক্টোবর বিচারক ইমারগুট অস্থায়ীভাবে সেনা মোতায়েন বন্ধের আদেশ দিয়েছিলেন। সেই আদেশই এবার স্থায়ী রায়ে পরিণত হলো।

হোয়াইট হাউসের মুখপাত্র অ্যাবিগেইল জ্যাকসন এক বিবৃতিতে বলেন, “প্রেসিডেন্ট ট্রাম্প কেবল ফেডারেল কর্মকর্তাদের সুরক্ষার জন্য তার সাংবিধানিক ক্ষমতা ব্যবহার করেছেন। মার্কিন শহরগুলোতে চলমান অরাজকতা উপেক্ষা করা যায় না, এবং আমরা বিশ্বাস করি উচ্চ আদালত ন্যায়বিচার করবে।”

ট্রাম্প প্রশাসন এ রায়ের বিরুদ্ধে আপিল করবে বলে ধারণা করা হচ্ছে। আপিলটি এখন নাইন্থ ইউএস সার্কিট কোর্ট অব আপিলস-এ পাঠানোর প্রস্তুতি চলছে, এবং চূড়ান্ত সিদ্ধান্ত সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়াতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

১০৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন