জাহানারা আলমের যৌন হয়রানির অভিযোগ, তদন্ত কমিটি গঠন
শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫ ৬:৪৫ পূর্বাহ্ন
শেয়ার করুন:
বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও জাতীয় দলের অভিজ্ঞ পেসার জাহানারা আলম বিসিবির নারী বিভাগ ও টিম ম্যানেজমেন্টের কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে যৌন হয়রানি ও মানসিক নির্যাতনের গুরুতর অভিযোগ তুলেছেন।
একটি ইউটিউব সাক্ষাৎকারে তিনি জানান, জাতীয় দলের হয়ে খেলার সময় নারী দলের সাবেক নির্বাচক ও ম্যানেজার মঞ্জুরুল ইসলাম তাকে কুপ্রস্তাব দেন। এছাড়াও বিসিবির নারী বিভাগের সাবেক ইনচার্জ প্রয়াত তৌহিদ মাহমুদ এবং সংশ্লিষ্ট আরও কয়েকজনের বিরুদ্ধেও অনৈতিক আচরণের অভিযোগ করেন তিনি।
জাহানারার দাবি, এসব অভিযোগ বিসিবিকে জানালেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। তিনি বলেন, নারী বিভাগের সেই সময়ের চেয়ারম্যান শফিউল ইসলাম চৌধুরী ও বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরীকে লিখিতভাবে জানানোর পরও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
জাহানারার অভিযোগ প্রকাশের পর দেশজুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। এর পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার গভীর রাতে এক বিবৃতিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানায়, বিষয়টি তদন্তের জন্য একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে।
বোর্ডের পক্ষ থেকে বলা হয়, স্পর্শকাতর এই অভিযোগগুলো পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করবে কমিটি, যারা ১৫ কার্যদিবসের মধ্যে তাদের প্রতিবেদন ও সুপারিশ জমা দেবে। বিসিবি আরও জানায়, নারী ক্রিকেটারদের জন্য নিরাপদ, সম্মানজনক ও পেশাদার পরিবেশ নিশ্চিত করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ এবং তদন্তের ফলাফলের ওপর ভিত্তি করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ নারী ক্রিকেটের অন্যতম পথিকৃৎ জাহানারা দেশের হয়ে ৫২ ওয়ানডে ও ৮৩ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। তিনি দেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে সফল নারী পেসার। অধিনায়ক হিসেবেও দলকে নেতৃত্ব দিয়েছেন এবং বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলা বাংলাদেশের একমাত্র নারী ক্রিকেটার তিনি। বর্তমানে তিনি অস্ট্রেলিয়ার সিডনিতে ক্লাব ক্রিকেটের পাশাপাশি কোচিং কোর্স করছেন।
এর আগে গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে জাহানারা নারী দলের ভেতরের পরিবেশ, নেতৃত্বের ধরন ও সিন্ডিকেট নিয়ে নানা অভিযোগ তোলেন। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি, সহ-অধিনায়ক নাহিদা আক্তার, সিনিয়র ক্রিকেটার ফারজানা হক ও রিতু মনির নামও উল্লেখ করেন তিনি।
তবে বিসিবি সেসব অভিযোগকে ‘ভিত্তিহীন, বানোয়াট ও সত্য-বিবর্জিত’ বলে প্রত্যাখ্যান করেছে। নারী বিভাগের নতুন প্রধান আব্দুর রাজ্জাক বলেন, বাইরের কেউ কী বলছে, সেটা আমরা খুব একটা গুরুত্ব দিচ্ছি না।
১২৬ বার পড়া হয়েছে