সর্বশেষ

সাহিত্য

কষ্টবিলাস

শাহ্ আলম
শাহ্ আলম

বুধবার, ৫ নভেম্বর, ২০২৫ ১২:০৫ অপরাহ্ন

শেয়ার করুন:
কষ্ট দিয়ে কষ্ট কেনা,কষ্টের করি চাষ,
কষ্টের মাঝে ঘরবসতি,কষ্টে করি বাস।

কষ্ট আমার নিত্য সাথী, কষ্ট আমার দোসর,
মনের ঘরে কষ্টের পোকা, সাজিয়েছে বাসর।

কষ্ট আমার ভালো বন্ধু, কষ্ট থাকে সাথে,
অহং থেকে থাকতে দূরে, সদায় রাখি মাথে।

কষ্ট থাকে ছায়ার মত, যখন যেথায় যাই,
কষ্ট আমার জীবনযোদ্ধা সালাম জানাই।

কষ্টে থাকি বলেই আমি আরামটাকে বুঝি,
তাইতো আমি কষ্টের সাথে অষ্টপ্রহর যুঝি।

কষ্ট গেলে কষ্ট পাব, চাই না ছাড়তে তারে,
কষ্ট আমার বোধের সাথী, বেগ দিতে পারে।

কষ্ট দিয়ে জীবন শুরু, কষ্ট দিয়ে শেষ,
কষ্টকে ভালোবেসে, কষ্টে আছি বেশ।

কষ্ট নিয়ে সুখী আমি, কষ্ট নিয়ে দুখী,
কষ্টগুলো যতন করে বুকের ভেতর রাখি।

১৪৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সাহিত্য নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন