সর্বশেষ

মতামত

নৈতিকতা জলাঞ্জলী 

লাকি জাদু
লাকি জাদু

বুধবার, ৫ নভেম্বর, ২০২৫ ৮:৪৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মনে আছে কিছু দিন আগে এক মেয়ের মা গর্ব করে বললেন আমার মেয়ে ক্লাশ নাইনে পড়া অবস্থায় ১ লক্ষ টাকা ইনকাম করে, ওরে সবাই চেনে, সম্মান দেয়, এখন ২ লক্ষ টাকা ইনকাম করে। সম্মান? অথচ সেই মেয়ে ফেল করেছে এস এস সি পরীক্ষায়।

বিশেষ ব্যক্তিবর্গ বলতে একটা সময় খুব আলোকিত মানুষ, শিক্ষিত ব্যক্তিত্ব বা যাদের জ্ঞান আছে এমন গুরুত্বপূর্ণ মানুষদের বুঝতাম। আর এখন মিডিয়াতে ভিউ কতটা, কম সময়ে কে কত টাকা ইনকাম করছে এগুলোই তুলে ধরা হয় এবং এরাই এখন বিশেষ অতিথি, বিশেষ ব্যক্তিত্ব।

তথাকথিত ইনফ্লুয়েন্সার লোকজন রাজনৈতিক ব্যক্তিত্ব? যাদের নৈতিক শিক্ষা টুকুও নেই, পারিবারিক, পরিবেশগত, একাডেমি শিক্ষার কথা বাদই দিলাম।

একাডেমি শিক্ষা এখন জাদুঘরে রাখার বস্তুতে পরিনত হচ্ছে। সার্টিফিকেট অর্জন, মূল্যবোধ অর্জন এখন প্রহসন মাত্র। সেলিব্রিটি, ভাইরাল হতে যা লাগে এ জাতি সেদিকে ধাবিত। কোথায় যাচ্ছি আমারা? আমাদের লক্ষ্য কি, উদ্দেশ্যে কি? আবিষ্কারের নেশায় এখন আর আমরা উদ্বেল নই, ভাইরাল হতে দিশেহারা।

যেখানে শিক্ষক অপমানিত, শিক্ষার্থী শেখার বয়সে কলম খাতা ফেলে, উপার্জনের সহজ মাধ্যম ডিজিটাল প্লাটফর্মে নিমজ্জিত।দিন শেষে টাকা আর টাকা, এটাই সম্মান ভাবা জাতি। সেখানে জাতি কি শিখবে চিন্তা করাও নেহাৎ বোকামী। এখন তো মনে হয়,,ঘরে ঘরে অধিকাংশ বাপ মা বলে দেখ তোর চেয়ে- ছোট যে বাচ্চা নেচে গেয়ে কেক বিক্রি করে সেলিব্রিটি হয়ে গেলো, উপার্জনও ভালো করছে, তুই কি করলি।

মাসিক ইনকাম কত? খেয়াল করেছেন বর্তমান সময়ের উপস্থাপকের কমন প্রশ্ন? আসলেই কি শিশুশ্রমের মানদন্ড থাকা উচিত নাকি কত বয়স থেকে টাকা উপার্জন করতে পারবে, তার একটা দিকনির্দেশনা থাকা উচিত বা আইন করে দেয়া উচিত।

১৪৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
মতামত নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন