সর্বশেষ

ফেবু লিখন

বাংলাদেশের জাতীয় সংগীত বলে কথা

অধ্যাপক সেলিম রেজা নিউটন
অধ্যাপক সেলিম রেজা নিউটন

সোমবার, ৩ নভেম্বর, ২০২৫ ৬:৩৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ইতিহাস আড়মোড়া ভাঙছে। আমরা কি টের পাচ্ছি? আমি টের পেলেও তার ট্রু নেচার ধরতে পারছি না। অনেক কিছু উঁকিঝুঁকি দিচ্ছে মাথায়।

সব কথা এখনই প্রকাশ্যে চার লাইনের স্ট্যাটাস লিখে বলার মতো না। শুনতে কবিতার মতো লাগবে। আর ভারত এবং বাংলাদেশের উগ্র-বিদ্বেষপন্থীরা নিজের নিজের দেশের সহনশীল জনসাধারণের বিরুদ্ধে যৌথ রণ-দামামা বাজাতে শুরু করবে। বিবেচকের জন্য ইশারাই যথেষ্ট।

উগ্র হিন্দুত্ববাদী বিজেপি, আরএসএস, শিবসেনা গং রবীন্দ্রনাথের "আমার সোনার বাংলা" গানটাকে সহ্যই করতে পারছেন না। ইতিহাসের কি নিদারুণ প্যারাডক্স! উগ্র-বিদ্বেষ কতদূর যেতে পারে তার সীমা কেউ জানেন না।

ভারতীয় বাঙালিরা রবীন্দ্রনাথের এই গানটা গাইলেই মোদি-বিজেপির শরীর এবং (প্রেত)আত্মা জ্বলেপুড়ে খাক হয়ে যাচ্ছে। এই গানটা খোদ ভারতের জাতীয় সংগীত রচয়িতার রচিত হলেও, মোদি-সন্তানেরা সে কথাটা ভুলে যাওয়ার ভান করছেন। বারবার করে তাঁরা মনে করিয়ে দিচ্ছেন, এটা স্রেফ বাংলাদেশের জাতীয় সংগীত। উপরন্তু বাংলাদেশকে তাঁরা কোনোভাবেই বাঙ্গালীদের দেশ মনে করছেন না, শুধুই মুসলমানদের দেশ মনে করছেন। এঁদের হাতে ভারতীয় এবং দক্ষিণেশ্বর হিন্দু মুসলমান বাঙালি ও বাঙালি সাঁওতাল আদিবাসী নারী-পুরুষ কেউ নিরাপদ নয়।

বিজেপির লোকদেখানো ভয়— বাংলাদেশের জাতীয় সংগীত যদি ভারতীয় বাঙালিরা গায়, তাহলে ভারত ভেঙে যাবে, আর ভারতের সমস্ত বাঙালিরা বাংলাদেশী হয়ে যাবে। ভয়টা হয়তো তাঁদের পক্ষে লোকদেখানো না-ও হতে পারে, কে জানে! ভয় ছাড়া তো বিদ্বেষ বাঁচে না।

আর দ্যাখেন ইতিহাসের সৌন্দর্য! ভারতীয় বাঙালিরা ইচ্ছে করে জোরে জোরে সর্বত্র "আমার সোনার বাংলা" গান গেয়ে উগ্র হিন্দুত্ববাদের মোকাবেলা করছেন। উগ্র-হিন্দু লেন্স দিয়ে দেখা "রাষ্ট্রদ্রোহিতা"র ঝুঁকি পর্যন্ত নিচ্ছেন। তুমি কে, আমি কে? রাষ্ট্রদ্রোহী, রাষ্ট্রদ্রোহী। ভারতের উগ্র-বিদ্বেষী শাসক মহলের বিরুদ্ধে প্রতিবেশী বাঙালিদের এই প্রতিরোধের সাথে সংহতি জানাই।

কর্তৃত্বপরায়ণ ইতিহাসের রাষ্ট্রীয় প্যারাডক্সের সমাধান-সূত্র আছে সারা পৃথিবীর সামরিক, বন্দুকবাজ রাষ্ট্রগূলোকে ক্রমাগতভাবে বেসামরিক সামাজিক রাষ্ট্রে রূপান্তরিত করার মধ্যে। শুনতে আজগুবি লাগতে পারে। কিন্তু সদা-বন্দুকধারী রাষ্ট্রগুলোর মতো আজগুবি কিছু নাই। ভাষা, ধর্ম, বর্ণ, জাতপাত ও ভূগোলকেন্দ্রিক যাবতীয় জাতীয়তাবাদের মতো বিষাক্ত আর কিছু নাই। এবং আল্লার দুনিয়ায় কিছুই অসম্ভব নয়। যেদিকে আমাদের চোখ যাবে ইতিহাস সেদিকেই যাবে।

বাংলাদেশের যে উগ্র মুসলমানরা কদিন আগে "বাংলাদেশের বিদ্যমান জাতীয় সংগীতটাকে সহ্য করতে পারছিলেন না সেটা রবীন্দ্রনাথের লেখা বলে, ভারত না ভাঙলে যাঁদের মনে শান্তি আসবে না, তাঁরা এবার "আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি" গানটা অন্তর থেকে গাইতে শেখার চেষ্টা করতে পারেন বৈকি। কেননা, গানটা এখন ভয়াবহভাবে বিজেপি-বিরোধী, উগ্রহিন্দুত্ববাদ-বিরোধী, এবং মুসলমান-বাংলাদেশের জাতীয় সংগীত বলে কথা।

লেখক: শিক্ষক ও সমাজ চিন্তাবিদ।
(লেখাটি লেখকের ফেসবুক থেকে সংগ্রহ করা হয়েছে)

১১৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
ফেবু লিখন নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন