সর্বশেষ

আন্তর্জাতিক

ক্যারিবীয় দ্বীপপুঞ্জে বিধ্বংসী হারিকেন ‘মেলিসা’, বহু প্রাণহানি ও ক্ষয়ক্ষতি

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

বৃহস্পতিবার , ৩০ অক্টোবর, ২০২৫ ৩:৫৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ক্যারিবীয় দ্বীপপুঞ্জে তাণ্ডব চালিয়েছে শক্তিশালী হারিকেন মেলিসা। জ্যামাইকা, হাইতি ও কিউবা এতে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

জ্যামাইকায় বুধবার (২৯ অক্টোবর) পঞ্চম ক্যাটাগরির হারিকেন সরাসরি আঘাত হানে। দেশটির প্রধানমন্ত্রী অ্যান্ড্রু হোলনেস জানান, দ্বীপের প্রায় ৭৫ শতাংশ এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে। ৮০-৯০ শতাংশ বাড়ির ছাদ উড়ে গেছে, হাসপাতালে, লাইব্রেরি, পুলিশ স্টেশন ও বন্দরসহ গুরুত্বপূর্ণ অবকাঠামো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। ইতিমধ্যে অন্তত পাঁচজনের মৃত্যু নিশ্চিত হয়েছে।

হাইতিতেও পরিস্থিতি গুরুতর। বন্যায় অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে ১০ শিশু রয়েছে। প্রায় তিন হাজার মানুষ আশ্রয়কেন্দ্রে চলে গিয়েছে।

মেলিসা কিউবাতেও আঘাত হানে। সেখানে এটি তৃতীয় ক্যাটাগরির ঝড়ে রূপ নিয়ে ঘণ্টায় ১১৫ মাইল বেগে বাতাস ও প্রবল বৃষ্টি নিয়ে দক্ষিণ-পূর্বাঞ্চলকে ক্ষতিগ্রস্ত করেছে। যদিও ঝড় ধীরে ধীরে দুর্বল হয়ে প্রথম ক্যাটাগরিতে নেমেছে, তবুও এটি এখনও বিপজ্জনক।

ব্রিটেনের রাজা চার্লস তৃতীয় এই দুর্যোগকে প্রাকৃতিক ভারসাম্য রক্ষার গুরুত্বের দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেছেন। কিউবার প্রেসিডেন্ট মিগেল দিয়াজ-কানেল নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

স্থানীয় এনজিও ওয়ার্ল্ড রিলিফ জানিয়েছে, উপকূলীয় অনেক বাড়িঘর বন্যার জলে ভেসে গেছে। ক্ষয়ক্ষতি নিরূপণে জ্যামাইকায় একটি দল পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। হাইতি ও বাহামার কাছ থেকেও আনুষ্ঠানিক সহায়তা চাওয়া হয়েছে।

১০৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন