সর্বশেষ

আন্তর্জাতিক

বুসানে ট্রাম্প–সি বৈঠক শুরু, চলতে পারে তিন থেকে চার ঘণ্টা

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

বৃহস্পতিবার , ৩০ অক্টোবর, ২০২৫ ২:২৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
দক্ষিণ কোরিয়ার বন্দরনগরী বুসানে মুখোমুখি বৈঠকে বসেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট সি চিন পিং। এ বৈঠক তিন থেকে চার ঘণ্টা স্থায়ী হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

দুই নেতা এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন (এপেক) সদস্যদেশগুলোর ৩২তম শীর্ষ সম্মেলনে যোগ দিতে বর্তমানে দক্ষিণ কোরিয়ায় অবস্থান করছেন। এ সম্মেলনের ফাঁকে বুসানেই তাঁদের এই দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার সকালেই ট্রাম্পের বিমান প্রথমে বুসানের গিমহে আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। কিছুক্ষণ পর একই বিমানবন্দরে অবতরণ করেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং।

এর আগে বুধবার সন্ধ্যায় দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিউং ট্রাম্পের সম্মানে একটি নৈশভোজের আয়োজন করেন। সেখানে ট্রাম্প জানান, সি চিন পিংয়ের সঙ্গে তাঁর বৈঠক তিন থেকে চার ঘণ্টা চলতে পারে। তিনি আশাবাদ ব্যক্ত করেন, “এটি খুবই ইতিবাচক ও ফলপ্রসূ বৈঠক হবে।”

দ্বিতীয় মেয়াদে ট্রাম্পের দায়িত্ব গ্রহণের পর এটিই যুক্তরাষ্ট্র ও চীনের রাষ্ট্রপ্রধানদের প্রথম সরাসরি বৈঠক। আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, চলমান বাণিজ্য বিরোধ, পারস্পরিক শুল্ক আরোপসহ দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক ঘিরে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে।

মালয়েশিয়ায় অনুষ্ঠিত আসিয়ান শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার মাধ্যমে ট্রাম্প তাঁর এশিয়া সফর শুরু করেন। এরপর তিনি জাপান সফর শেষে দক্ষিণ কোরিয়ায় আসেন। বুসানের বৈঠকের মধ্য দিয়েই তাঁর এবারের এশিয়া সফর শেষ হবে বলে জানা গেছে।

১০৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন