শৈলকুপায় প্রতিবন্ধী শ্বশুরের বটির কোপে পুত্রবধূর মৃত্যু
সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫ ২:৪৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় মানসিক প্রতিবন্ধী এক শ্বশুরের বটির কোপে লিমা খাতুন (২৫) নামে এক পুত্রবধূ নিহত হয়েছেন।
রোববার ভোররাতে উপজেলার পাইকপাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত লিমা খাতুন ওই গ্রামের আব্দুর রবের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভোররাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হয় লিমা খাতুন। এ সময় তার মানসিক প্রতিবন্ধী শ্বশুর মুকুল শেখ আকস্মিকভাবে হাতে থাকা ধারালো বটি দিয়ে তাকে আঘাত করেন। লিমার চিৎকার শুনে পরিবারের অন্যান্য সদস্যরা ছুটে এসে তাকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আরিফুর রহমান বলেন, “ধারালো অস্ত্রের আঘাতে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে লিমা খাতুন হাসপাতালে আনার আগেই মারা গেছেন।”
এলাকাবাসীর দাবি, অভিযুক্ত মুকুল শেখ দীর্ঘদিন ধরে মানসিক প্রতিবন্ধীতায় ভুগছিলেন।
১০৬ বার পড়া হয়েছে