সর্বশেষ

সারাদেশ

সাতক্ষীরায় গৃহবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা
স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা

শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫ ১১:০৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সাতক্ষীরার তালা উপজেলায় এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগে যুবক মোঃ মিরাজ গাজী (২০)কে গ্রেপ্তার করেছে পুলিশ। ভুক্তভোগী নিজেই শুক্রবার (২৪ অক্টোবর) সকালেই তালা থানায় মামলাটি দায়ের করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার আগে ভুক্তভোগীর স্বামী চাকরির জন্য বাড়ির বাইরে থাকায় তার পরিচয় প্রতিবেশী মিরাজ গাজীর সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে হয়েছিল। এর পর মিরাজ বিভিন্ন সময় ভুক্তভোগীর বাড়িতে যাতায়াত করতেন এবং কু-প্রস্তাব দিয়েছিলেন।

ঘটনা ঘটে বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাতে উপজেলার বারাত গ্রামে। অভিযোগ অনুযায়ী, মিরাজ গাজী ওই গৃহবধূর শ্বশুরবাড়িতে প্রবেশ করে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালান। গৃহবধূর চিৎকারে ঘরে থাকা সন্তান ও শাশুড়ি জেগে ওঠেন। পরে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাইন উদ্দিন জানান, গ্রেপ্তারকৃত মিরাজ গাজীকে শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০০৩)-এর ৯(৪)(খ) ধারায় দায়ের করা হয়েছে।

এদিকে, এলাকাবাসীর ধারণা, গ্রেপ্তারকৃত যুবক ও ভুক্তভোগীর মধ্যে আগে থেকে প্রেমের সম্পর্ক থাকায় পারিবারিক বিরোধের জেরেই এই ঘটনা ঘটতে পারে।

১১৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন