ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটির দাবিতে কাফনের কাপড় পরে বিক্ষোভ

মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫ ৯:১৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
জাতীয়তাবাদী ছাত্রদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি গঠনের দাবিতে কাফনের কাপড় পরে বিক্ষোভ মিছিল করেছেন পদবঞ্চিত নেতাকর্মীদের একাংশ।
মঙ্গলবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই ব্যতিক্রমধর্মী কর্মসূচি পালন করেন তারা।
বিক্ষোভকারীরা ‘ছাত্রদলের অধিকার, দিতে হবে দিয়ে দাও’, ‘জিয়া-খালেদা’, ‘ছাত্রদলের পরিচয়, দিতে হবে দিয়ে দাও’ ইত্যাদি স্লোগানে মুখরিত করে তোলেন এলাকাটি। মিছিলটি নয়াপল্টনের চায়না টাওয়ার মার্কেটের সামনে থেকে শুরু হয়ে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
বিক্ষুব্ধ নেতাকর্মীদের অভিযোগ, ২০২৪ সালের ১ মার্চ ছাত্রদলের সাত সদস্যের কেন্দ্রীয় কমিটি ঘোষণার পর জুন মাসে ২৬০ সদস্য বিশিষ্ট আংশিক পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হলেও আজ পর্যন্ত পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়নি। এতে আন্দোলন-সংগ্রামের সম্মুখসারির অনেক নেতাকর্মী বঞ্চিত হয়েছেন। ফলে রাজনৈতিক পরিচয়হীনতায় ভুগছেন তারা।
সাবেক নেতাকর্মীরা অভিযোগ করেন, গত ১৮ মাসে একাধিকবার আশ্বাস দেওয়া হলেও পূর্ণাঙ্গ কমিটি না হওয়ায় তারা দল থেকে দূরে সরে যাচ্ছেন। কেউ কেউ সামাজিক ও পারিবারিকভাবে হেয় প্রতিপন্ন হচ্ছেন বলেও জানান।
ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক নাদির শাহ পাটোয়ারী সংবাদ সম্মেলনে জানান, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা না করা হলে পরবর্তী কর্মসূচির ঘোষণা দেওয়া হবে।
১১১ বার পড়া হয়েছে