সর্বশেষ

জাতীয়নির্বাচনের তফশিল ঘোষণা আগামী বুধ অথবা বৃহস্পতিবার : ইসি মাছউদ
প্রধান বিচারপতির সঙ্গে সিইসির বৈঠক
রোকেয়া দিবসে চার নারীর হাতে রোকেয়া পদক তুলে দিলেন প্রধান উপদেষ্টা
আপাতত ঢাকাতেই চলবে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার চিকিৎসা
সারাদেশপঞ্চগড়ে টানা দুইদিনের শৈত্যপ্রবাহে বিপর্যস্ত জনজীবন
আন্তর্জাতিকজাপানের উত্তর-পূর্বে ৭.৫ মাত্রার ভূমিকম্প, আহত অন্তত ৩০
পূর্ব জেরুজালেমে ইউএনআরডব্লিউএ কার্যালয়ে অভিযান, ইসরায়েলি পতাকা উত্তোলন
খেলাঅস্ত্রোপচার অনিবার্য; বিশ্বকাপে নেইমারের খেলা অনিশ্চিত
সারাদেশ

শৈলকুপায় চাঁদা না পেয়ে ঘর ভাঙচুর, ক্ষেতের ফসল নষ্টের অভিযোগ

এইচ এম ইমরান, ঝিনাইদহ 
এইচ এম ইমরান, ঝিনাইদহ 

মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫ ৩:৪১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় চাঁদা না পেয়ে এক নির্মাণাধীন বসতঘর ভাঙচুর ও জমির ফসল নষ্ট করার অভিযোগ উঠেছে।

উপজেলার ত্রিবেনী ইউনিয়নের পদমদী গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী কামরুল হাসান শৈলকুপা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) ও লিখিত অভিযোগ দিয়েছেন।

লিখিত অভিযোগে জানা যায়, কামরুল হাসান ঝিনাইদহের মির্জাপুর ইউনিয়নের যোগীপাড়া গ্রামের বাসিন্দা। তিনি ত্রিবেনী ইউনিয়নের পদমদী মৌজায় আরএস খতিয়ান নম্বর ২০৫ ও ২৩১ এর আওতায় ৪.৯৯ শতাংশ জমি দলিলমূলে ক্রয় করেন। প্রায় এক বছর ধরে তিনি জমিটি ভোগদখলে রেখে চাষাবাদ করে আসছিলেন।

তবে অভিযোগ রয়েছে, স্থানীয় একটি সংঘবদ্ধ চাঁদাবাজ চক্র কামরুলের কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। টাকা না দিলে ফসল নষ্ট ও প্রাণনাশের হুমকিও দেওয়া হয়। বিষয়টি নিয়ে আতঙ্কে পড়লে গত ২৭ আগস্ট ২০২৫ তারিখে কামরুল শৈলকুপা থানায় সাধারণ ডায়েরি করেন (জিডি নং-১৩৪১)।

এরপর পরিস্থিতি আরও অবনতির দিকে যায়। গত ৪ অক্টোবর বিকেলে কামরুল তার জমিতে একটি টিনসেড ঘর নির্মাণ করতে গেলে অভিযুক্ত চাঁদাবাজ দলের সদস্য হালিম, রুবেল, মহির, শহিদুল ও মনিরুলসহ আরও কয়েকজন সেখানে উপস্থিত হয়ে নির্মাণাধীন ঘরটি ভাঙচুর করে। একই সময় তারা জমির ফসল নষ্ট করে দেয় এবং কামরুল ও শ্রমিকদের ওপর হামলার চেষ্টা করে। প্রাণভয়ে তারা এলাকা ছেড়ে পালিয়ে যায়।

অভিযোগে আরও বলা হয়, হামলার পর ওই জমিতে কীটনাশক জাতীয় বিষ ছিটিয়ে ফসল সম্পূর্ণরূপে নষ্ট করে দেওয়া হয়।

ভুক্তভোগী কামরুল হাসান বলেন, “আমি নিয়ম মেনে জমি কিনেছি। সব কাগজপত্র ঠিক আছে। কিন্তু চাঁদাবাজদের টাকা না দিলে তারা আমাকে ঘর তুলতে দিচ্ছে না। এখন আমি চাষাবাদও করতে পারছি না। পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছি।”

এ বিষয়ে শৈলকুপা থানার সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, অভিযোগটি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

১৪৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন