শাপলা প্রতীক পাচ্ছে না এনসিপি, বিকল্প জানানোর নির্দেশ ইসির

মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫ ৯:০৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ‘শাপলা’ প্রতীক পাচ্ছে না বলে সাফ জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। দলটিকে ১৯ অক্টোবরের মধ্যে বিকল্প প্রতীক নির্বাচন করে জানাতে বলেছে কমিশন।
নির্ধারিত সময়ের মধ্যে প্রতীক না জানালে, ইসি নিজ উদ্যোগে প্রতীক নির্ধারণ করে দেবে।
মঙ্গলবার (১৪ অক্টোবর) নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব তথ্য জানান ইসির জ্যেষ্ঠ সচিব মো. আখতার হামিদ। তিনি বলেন, “শাপলা প্রতীক অন্তর্ভুক্ত করার প্রয়োজন নেই বলে কমিশন মনে করে। এনসিপি যদি বিকল্প প্রতীক না জানায়, তাহলে কমিশন স্বীয় পদ্ধতিতে প্রতীক নির্ধারণ করে দেবে।”
এর আগে, ৩০ সেপ্টেম্বর ইসি একটি চিঠির মাধ্যমে দলটিকে তফসিলে থাকা ৫০টি নির্ধারিত প্রতীক থেকে ৭ অক্টোবরের মধ্যে পছন্দ জানাতে বলে। তবে নির্ধারিত সময়ের মধ্যে এনসিপি কোনো বিকল্প প্রতীক না জানিয়ে বরং বিধি সংশোধন করে ‘শাপলা’ প্রতীক বরাদ্দের দাবি তোলে। কিন্তু কমিশন তাদের অবস্থানে অনড় থেকে শাপলা প্রতীক বরাদ্দের বিষয়ে অনুসমর্থন জানায়নি।
ইসি সচিব বলেন, “আগামী রোববার (১৯ অক্টোবর) সময়সীমার মধ্যে প্রতীক না জানালে, কমিশন নিজস্ব নিয়ম অনুযায়ী এনসিপিকে প্রতীক বরাদ্দ করবে।”
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সম্প্রতি এনসিপিসহ দুটি দলকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। এখন প্রতীক নির্ধারণসহ আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশের প্রক্রিয়া চলছে।
১১১ বার পড়া হয়েছে