সর্বশেষ

সারাদেশ

আওয়ামী লীগ নেত্রী শারমিন মৌসুমি কেকার মরদেহ উদ্ধার

ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠি প্রতিনিধি

মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫ ২:৪৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের সাবেক সদস্য শারমিন মৌসুমি কেকার (৪৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৩ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে বরিশাল নগরীর সদর রোড এলাকার নিজ বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। বাসায় ঢুকে তাকে খাটে শায়িত অবস্থায় পাওয়া যায়। প্রাথমিকভাবে মরদেহের একাংশে রক্ত জমাট দেখা গেছে বলে জানান তিনি।

পারিবারিক সূত্রে জানা যায়, কেকার মেয়ে দিতান বিকেল থেকে তার মায়ের কোনো সাড়া পাচ্ছিলেন না। রাতে দরজা খুলে খাটে মায়ের নিথর দেহ দেখতে পান তিনি। এরপর তিনি বিষয়টি তার বাবাকে জানান।

দিতান আরও জানান, তার মা দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন এবং কয়েক বছর আগে হার্টে রিং পরানো হয়েছিল।

শারমিন মৌসুমি কেকা ঝালকাঠি পৌর এলাকার চাঁদকাঠির সিকান্দার কবিরের মেয়ে এবং বরিশালের হিরণ আহমেদ মিঠুর স্ত্রী।

উল্লেখ্য, চলতি বছরের জুলাই ও আগস্ট মাসে দায়ের হওয়া তিনটি মামলায় আসামি ছিলেন শারমিন মৌসুমি কেকা।

মরদেহ ময়নাতদন্তের জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

১৫১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন