পাকিস্তানে ইসরায়েলবিরোধী বিক্ষোভে পুলিশের সঙ্গে সংঘর্ষ, নিহত ৫

সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫ ৪:১৮ অপরাহ্ন
শেয়ার করুন:
পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মুরিদকে শহরে ইসলামপন্থি সংগঠন তেহরিক-ই-লাব্বাইক পাকিস্তান (টিএলপি)-এর আয়োজিত ইসরায়েলবিরোধী বিক্ষোভ সহিংস রূপ নিয়েছে।
সোমবার পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষে নিহত হয়েছেন অন্তত পাঁচজন, যাদের মধ্যে রয়েছেন এক পুলিশ সদস্য, তিন বিক্ষোভকারী এবং এক পথচারী।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানায়, বিক্ষোভটি সহিংসতায় রূপ নেয় যখন বিক্ষোভকারীরা পুলিশের দিকে গুলি ছোড়ে এবং বেশ কয়েকটি যানবাহনে আগুন ধরিয়ে দেয়। সংঘর্ষ চলে টানা তিন ঘণ্টার বেশি সময় ধরে। ঘটনায় উভয় পক্ষের বহু লোক আহত হন এবং পুলিশ প্রায় শতাধিক বিক্ষোভকারীকে আটক করে।
পুলিশের দাবি, বিক্ষোভকারীরা ৪০টিরও বেশি গাড়ি পুড়িয়ে দিয়েছে এবং প্রথমে তারাই হামলা চালিয়েছে। অন্যদিকে, টিএলপি জানিয়েছে, সংঘর্ষ শুরু হয় পুলিশ গুলি চালানোর পর, যাতে তাদের একাধিক কর্মী হতাহত হন। সংগঠনটির নেতা সাদ রিজভি তিনটি গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। তবে প্রাদেশিক প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।
জানা গেছে, ইসরায়েলবিরোধী এই পদযাত্রা শুরু হয়েছিল গত শুক্রবার লাহোর থেকে ইসলামাবাদমুখী একটি দীর্ঘ মিছিলের মাধ্যমে, যা প্রায় ৪০০ কিলোমিটার দীর্ঘ ‘গ্র্যান্ড ট্রাঙ্ক রোড’ বরাবর চলছিল। পথে একাধিক জায়গায় পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। তবে সোমবার মুরিদকে শহরে পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়।
টিএলপি’র পক্ষ থেকে জানানো হয়, এই পদযাত্রার মূল উদ্দেশ্য ফিলিস্তিনের জনগণের সঙ্গে সংহতি প্রকাশ এবং ইসরায়েলের আগ্রাসনের প্রতিবাদ। দলের পক্ষ থেকে দীর্ঘদিন ধরেই ইসরায়েলি পণ্য বর্জনের পক্ষে প্রচারণা চালানো হচ্ছে।
উল্লেখ্য, এই বিক্ষোভ শুরু হয়েছিল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত গাজা যুদ্ধবিরতির প্রস্তাবের আগেই।
১১৩ বার পড়া হয়েছে