সর্বশেষ

সারাদেশ

ঝিনাইদহে আত্মহত্যা প্রতিরোধে সচেতনতামূলক সাইকেল র‌্যালি

এইচ এম ইমরান, ঝিনাইদহ
এইচ এম ইমরান, ঝিনাইদহ

সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫ ৭:২৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
আত্মহত্যা প্রতিরোধে জনসচেতনতা গড়ে তোলা এবং সমাজে ইতিবাচক দৃষ্টিভঙ্গি সৃষ্টি করার লক্ষ্যে ঝিনাইদহে অনুষ্ঠিত হয়েছে এক ব্যতিক্রমী সাইকেল র‌্যালি।

রোববার (১২ অক্টোবর) সকালে সদর উপজেলার আব্দুর রউফ ডিগ্রি কলেজ মাঠ থেকে এই র‌্যালির সূচনা হয়। স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘তারুণ্যের অগ্রযাত্রা’ এ কর্মসূচির আয়োজন করে।

র‌্যালির উদ্বোধন করেন আব্দুর রউফ ডিগ্রি কলেজের অধ্যক্ষ জেএম রবিউল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা সাকিব মোহাম্মদ আল হাসান, ডাকবাংলা পুলিশ ক্যাম্পের ইনচার্জ আনিসুর রহমানসহ অন্যান্য অতিথিবৃন্দ।

র‌্যালিটি কলেজ মাঠ থেকে শুরু হয়ে সদর উপজেলার সাধুহাটি ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান প্রদক্ষিণ করে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ মহাসড়ক হয়ে মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে শেষ হয়।

র‌্যালি শেষে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ঝিনাইদহ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক নবচিত্র পত্রিকার সম্পাদক আলাউদ্দীন আজাদ এবং সাধুহাটি ইউনিয়ন পরিষদের সচিব রমজান আলী।

এতে সাধুহাটি ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে প্রায় একশ শিক্ষার্থী অংশগ্রহণ করে। আয়োজকরা জানান, তরুণ সমাজকে মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতন করতে এবং আত্মহত্যা প্রতিরোধে সম্মিলিত উদ্যোগ গ্রহণের অংশ হিসেবেই এই আয়োজন।

১০১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন