মেক্সিকোতে ভয়াবহ বন্যা ও ভূমিধসে নিহত ৪৪, নিখোঁজ অন্তত ২৭

সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫ ৬:০১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
মৌসুমি ঝড় ও টানা ভারী বর্ষণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে মেক্সিকোতে এখন পর্যন্ত ৪৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিখোঁজ রয়েছেন আরও অন্তত ২৭ জন।
দেশটির কেন্দ্রীয় দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তর স্থানীয় সময় রোববার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে উপকূলীয় রাজ্য ভেরাক্রুজ, যেখানে ১৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া হিদালাগোতে প্রাণ হারিয়েছেন ১৬ জন, পুয়েবলাতে ৯ জন এবং কুয়েরেতারোতে একজন নিহত হয়েছেন বলে জানানো হয়েছে।
গত ৬ থেকে ৯ অক্টোবর পর্যন্ত ঝড় ‘প্রিসিলা’ ও ‘রেমন্ড’-এর প্রভাবে প্রবল বৃষ্টিপাত হয় দেশজুড়ে। শুধু ভেরাক্রুজ রাজ্যেই তিন দিনে ৫৪০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা ২১ ইঞ্চিরও বেশি।
টানা বৃষ্টির কারণে পাহাড়ি এলাকায় একাধিক ভূমিধস, গাছপালা ও বৈদ্যুতিক খুঁটি উপড়ে পড়ার মতো ঘটনা ঘটেছে। এতে বহু ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে এবং হতাহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।
দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়েছে ৫৫টি শহর। ধ্বংস হয়েছে প্রায় ১৬ হাজার ঘরবাড়ি, এবং ৩ লাখ ২৫ হাজারেরও বেশি মানুষ বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছেন।
সূত্র: রয়টার্স
১০৮ বার পড়া হয়েছে