জাতীয় প্রেস ক্লাবের দাবা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দেশ টিভির জাহিদুজ্জামান

রবিবার, ১২ অক্টোবর, ২০২৫ ৪:০৭ অপরাহ্ন
শেয়ার করুন:
দাবা প্রতিযোগিতার মধ্য দিয়ে জাতীয় প্রেস ক্লাবের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ক্রীড়া অনুষ্ঠানমালা–২০২৫ শুরু হয়েছে।
দাবা প্রতিযোগিতায় অংশ নেন ৬০ জন ক্লাব সদস্য। এতে চ্যাম্পিয়ন হয়েছেন দেশ টিভির ন্যাশনাল ডেস্ক ইনচার্জ মো. জাহিদুজ্জামান। দ্বিতীয় হয়েছেন আলী সানোয়ার এবং তৃতীয় শামসুল আলম সেতু।
শনিবার সকালে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক বলেন, দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত অনেকেই এখন খেলাধুলার প্রতি আকৃষ্ট হচ্ছেন- এটি একটি ইতিবাচক দিক।
তিনি বলেন, দেশের সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে বছরব্যাপী খেলাধুলার আয়োজন থাকা উচিত। ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলাকে গুরুত্ব দিতে হবে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এক সিদ্ধান্তের বিষয় উল্লেখ করে আমিনুল হক জানান, আগামী নির্বাচনের মাধ্যমে বিএনপি সরকার গঠন করতে পারলে চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে।
প্রেসক্লাব সভাপতি হাসান হাফিজ বলেন, গত বছর প্রতিষ্ঠাবার্ষিকীতে ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা সম্ভব হয়নি। তবে এবার ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী আমরা ভালোভাবে উদ্যাপনের চেষ্টা করছি। ক্রীড়া প্রতিযোগিতায় পুরনো সদস্যের সঙ্গে নতুন সদস্যরা অংশ নিচ্ছে। এতে তাদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে উঠছে।
এছাড়াও প্রথম দিনে লুডু প্রতিযোগিতায় অংশ নেন প্রেস ক্লাবের ৩০ জন নারী সদস্য। তাদের মধ্যে জান্নাতুল ফেরদৌস পান্না প্রথম, লিপিকা সরকার দ্বিতীয় এবং শামীমা চৌধুরী তৃতীয় স্থান অর্জন করেন। ছয়টি ইভেন্টে চার শতাধিক প্রতিযোগীর অংশগ্রহণে চলমান এই ক্রীড়া উৎসবটি আগামী ১৯ অক্টোবর পর্যন্ত চলবে।
অনুষ্ঠান পরিচালনা করেন ব্যবস্থাপনা কমিটির সদস্য ও ক্রীড়া উপকমিটির আহ্বায়ক শাহনাজ বেগম পলি।
১১৮ বার পড়া হয়েছে