ফাউল আর কার্ডের ম্যাচে মেক্সিকোকে হারিয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা

রবিবার, ১২ অক্টোবর, ২০২৫ ৪:৫৫ পূর্বাহ্ন
শেয়ার করুন:
চিলির সান্তিয়াগোয় উত্তেজনায় ঠাসা এক ম্যাচে মেক্সিকোকে ২-০ গোলে হারিয়ে ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে আর্জেন্টিনা। ম্যাচজুড়ে শারীরিক খেলা, একের পর এক ফাউল আর কার্ডের ছড়াছড়িতে ভরা এই কোয়ার্টার ফাইনালটি ছিল রীতিমতো রুদ্ধশ্বাস।
২০০৭ সালের পর এই প্রথম যুব বিশ্বকাপের সেমিফাইনালে উঠল চারবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। গত সাত আসরে যেখানে তাদের সর্বোচ্চ সাফল্য ছিল কোয়ার্টার ফাইনাল, এবার সেই গণ্ডি পেরিয়ে আরও বড় স্বপ্ন দেখছে দলটি।
সান্তিয়াগোর জুলিও মার্তিনেজ প্রাদানোস স্টেডিয়ামে ম্যাচের নবম মিনিটেই এগিয়ে যায় আর্জেন্টিনা। মেক্সিকোর গোলরক্ষকের বড় ধরনের ভুলে বল পেয়ে লক্ষ্যভেদ করেন মাহের কারিজো। ১৯ বছর বয়সী এই ফরোয়ার্ডের এটি চলতি টুর্নামেন্টে তৃতীয় গোল।
দ্বিতীয়ার্ধের ৫৬তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন বদলি হিসেবে নামা মাতেও সিলভেত্তি। ইন্টার মায়ামিতে খেলা এই উইঙ্গারের এটিই ছিল আসরে দ্বিতীয় গোল। শেষ পর্যন্ত আর্জেন্টিনা ২-০ ব্যবধানেই ম্যাচ শেষ করে।
পুরো ম্যাচজুড়ে দেখা গেছে ৩৭টি ফাউল— যার মধ্যে ২০টি করেছে আর্জেন্টিনা ও ১৭টি মেক্সিকো। তবে কার্ড ব্যবহারে এগিয়ে ছিল মেক্সিকানরা। দলটির খেলোয়াড়রা দেখেছেন ৭টি হলুদ কার্ড ও ২টি লাল কার্ড।
যোগ করা সময়ে বিতর্কিতভাবে লাল কার্ড দেখেন দুই মেক্সিকান খেলোয়াড়— দিয়েগো ওচোয়া (দুটি হলুদ কার্ডের জন্য) ও তাহিয়েল জিমেনেজ, যিনি সিলভেত্তির গলা চেপে ধরায় সরাসরি লাল কার্ড পান।
ফাইনালে ওঠার লড়াইয়ে আগামী বুধবার আর্জেন্টিনার প্রতিপক্ষ হবে কলম্বিয়া, যারা আরেক কোয়ার্টার ফাইনালে ৩-২ গোলে হারিয়েছে শক্তিশালী স্পেনকে।
১০৭ বার পড়া হয়েছে