সর্বশেষ

আন্তর্জাতিক

খাইবার পাখতুনখাওয়ায় টিটিপির হামলায় ২৩ জন নিহত

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

শনিবার, ১১ অক্টোবর, ২০২৫ ১০:০৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পাকিস্তানের উত্তর-পূর্বাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখাওয়ার বিভিন্ন স্থানে সন্ত্রাসী সংগঠন তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি) একাধিক হামলা চালিয়েছে।

শুক্রবারের এসব হামলায় তিনজন বেসামরিক নাগরিকসহ অন্তত ২৩ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

নিহতদের মধ্যে ১১ জন প্যারামিলিটারি সদস্য, ৭ জন পুলিশ সদস্য এবং ৫ জন বেসামরিক ব্যক্তি রয়েছেন। সবচেয়ে ভয়াবহ হামলাটি চালানো হয় খাইবার বিভাগের একটি পুলিশ ট্রেনিং স্কুলে, যেখানে বিস্ফোরক বোঝাই একটি গাড়ি দিয়ে প্রধান ফটকে হামলা চালানো হয়। বিস্ফোরণের পরপরই সন্ত্রাসীরা স্কুলের ভেতরে প্রবেশ করে নিরাপত্তা বাহিনীর সঙ্গে গোলাগুলিতে লিপ্ত হয়।

এ ছাড়া, সীমান্তবর্তী বাজাউর বিভাগে আরেকটি পৃথক হামলায় তিন বেসামরিক নাগরিকসহ আরও পাঁচজন নিহত হন।

টিটিপি শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে হামলার দায় স্বীকার করেছে। বিশ্লেষকরা মনে করছেন, বৃহস্পতিবার রাতে আফগানিস্তানের রাজধানী কাবুলে টিটিপির এক শীর্ষ নেতার অবস্থান লক্ষ্য করে পাকিস্তানি বিমান হামলার জবাব হিসেবেই এসব হামলা চালানো হয়েছে।

সাম্প্রতিক সময়ে আফগান-পাকিস্তান সীমান্তে টিটিপির কার্যক্রম উল্লেখযোগ্য হারে বেড়েছে। পাকিস্তান সরকার দাবি করে আসছে, আফগানিস্তানে ক্ষমতাসীন তালেবান সরকার এই সন্ত্রাসী সংগঠনকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে মদদ দিচ্ছে। যদিও তালেবান সরকার বারবার এই অভিযোগ অস্বীকার করেছে।

প্রসঙ্গত, চলতি সপ্তাহেই টিটিপির হামলায় পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর ৩২ সদস্য ও ৩ জন বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন।

১০৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন