সর্বশেষ

সারাদেশ

সাংবাদিক কালবীর উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়া প্রতিনিধি

বৃহস্পতিবার , ৯ অক্টোবর, ২০২৫ ১:৫৭ অপরাহ্ন

শেয়ার করুন:
কুষ্টিয়া প্রেসক্লাবে সাংবাদিক রফিকুল্লাহ কালবীর উপর অমানুষীক হামলা ও নির্যাতনের প্রতিবাদে কুষ্টিয়া জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে মানববন্ধন ও সমাবেশ করেছেন সাংবাদিকরা।

বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে সাংবাদিকদের এ মানববন্ধন ও সমাবেশ শেষে জেলা প্রশাসকের নিকট স্মারক লিপি প্রদান করা হয়। মানববন্ধন ও সমাবেশ কর্মসূচিতে সাংবাদিক ও ছাত্র জনতারাও উপস্থিত ছিলেন

 

মানববন্ধন ও সমাবেশে সাংবাদিকরা বলেন, এক শ্রেণীর সাংবাদিকদের কারণেই কুষ্টিয়াতে প্রকৃত সাংবাদিকরা নিরাপত্তাহীনতায় ভুগছে। সাংবাদিকদের মধ্যে দ্বিধাদ্বন্দ্বের কারণেই সাংবাদিকরা প্রশাসনে নিকট থেকে কোন সহযোগিতা পাচ্ছে না। যার ফলে সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালনকালে হত্যা ও আহত হলেও প্রশাসন সব সময় রয়েছে নিরব। রফিকুল ইসলাম কালবীকে হত্যার চেষ্টার ঘটনা মামলার আসামীদেরকে গ্রেফতারে পুলিশ প্রশাসনের এখনও তেমন ভুমিকা দেখা যাচ্ছে না। বক্তারা বলেন, কুষ্টিয়ার পুলিশ প্রশাসনের ব্যর্থতার কারণেই আজ সাংবাদিকদের উপর একের পর এক হামলার ঘটনা ঘটছে। সাংবাদিকরা প্রশাসনের কাছে বিচার চাওয়ার পরও পুলিশ প্রশাসন কখনোই সাংবাদিকদের ন্যায় বিচারের স্বার্থে কোন পদক্ষেপ গ্রহণ করেননি। কুষ্টিয়া মডেল থানার পুলিশ কর্মকর্তারা সন্ত্রাসী সাংবাদিকদের পক্ষ নিয়ে প্রকৃত সাংবাদিকদের ন্যায়বিচার থেকে বঞ্চিত করে চলেছে। বক্তারা বলেন, কুষ্টিয়া মডেল থানা বর্তমানে ফ্যাসিস্ট আওয়ামী লীগের দুর্গে পরিণত হয়েছে। এই পুলিশ প্রশাসন দ্বারা সাংবাদিকরা কখনো ন্যায় বিচার পাবেনা।

 

রফিকুল ইসলাম কালবীর উপর হামলাকারীরা এখনো প্রকাশ্যে ঘুরাঘুরি করলেও পুলিশ প্রশাসন তাদেরকে গ্রেফতার না করে চোখ বুজে আছেন। এতে করে পুলিশের ভূমিকা নিয়েও সন্দেহ রয়েছে।

 

মানববন্ধনে বক্তব্য রাখেন, তারিকুল হক তারিক, মজিবুল শেখ, হাসান আলী, রবিউল ইসলাম দোলন,আলী মুজাহিদ, মোস্তাফিজুর রহমান পলাশ, ইমরান, শাহ আলম রেজা, আব্দুল্লাহ আল মামুন, সামসুল আলম রুবেল প্রমুখ ।

১৫৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন