সর্বশেষ

জাতীয়জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টার ভাষণ, শনিবার রাষ্ট্রীয় শোক
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি আর নেই
খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের মতোই স্থিতিশীল: ডা. জাহিদ
জুলাইয়ের হত্যা মামলায় ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল
জিগাতলায় হোস্টেল থেকে এনসিপি'র জান্নাতের মরদেহ উদ্ধার
গুম-নির্যাতনের অভিযোগে ১৩ জনের বিরুদ্ধে চার্জ গঠনের আদেশ আজ
হাদি হত্যাচেষ্টা: ফয়সালের পালাতে ব্যবহৃত গাড়ি ভাড়ার পেছনের তথ্য ফাঁস
সারাদেশসারাদেশে জোরদার ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ–২’
ভেড়ামারা গ্রিড উপকেন্দ্রের রক্ষণাবেক্ষণে কুষ্টিয়ার দৌলতপুরে শুক্রবার বিদ্যুৎ বন্ধ থাকবে
নেত্রকোনা সীমান্ত এলাকায় বিদেশি মদ উদ্ধার
চিলমারীতে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু
সিরাজগঞ্জে এনসিপির জেলা কমিটি ঘোষণা, নেতৃত্বে সাবেক বিএনপি নেতারা
সিরাজগঞ্জে বিএনপির তিন নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার
এনায়েতপুরে জামিয়াতুল হাসানাইন'র দুই দিনব্যাপী মহাসমাবেশ শুরু আজ
আন্তর্জাতিকগাজা যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত ৬১ ইসরায়েলি সেনার আত্মহত্যা
খেলাএমবাপের জোড়া গোলে তালাভেরার বিপক্ষে হাড্ডাহাড্ডি জয়
সারাদেশ

ঈশ্বরদীতে ১ কোটি ৩০ লাখ টাকা নিয়ে ব্যাংক ব্যবস্থাপক নিখোঁজ

পাবনা প্রতিনিধি
পাবনা প্রতিনিধি

সোমবার, ৬ অক্টোবর, ২০২৫ ৩:৪৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
জনতা ব্যাংকের পাকশী শাখার ব্যবস্থাপক খালেদ সাইফুল্লাহ (৪৫) ১ কোটি ৩০ লাখ টাকা নিয়ে নিখোঁজ হয়েছেন।

রোববার (৫ অক্টোবর) দুপুরে ক্যাশ রেমিট্যান্সের জন্য নগদ অর্থ নিয়ে শাখা থেকে রওনা হওয়ার পর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি।

নিখোঁজ খালেদ সাইফুল্লাহ পাবনার ঈশ্বরদী পৌর এলাকার হাসপাতাল রোডের বাসিন্দা এবং আব্দুল গফুর শেখের ছেলে। এ ঘটনায় ঈশ্বরদী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

ঈশ্বরদী করপোরেট শাখার সহকারী মহাব্যবস্থাপক মো. মোহছানাতুল হক থানায় দায়ের করা জিডিতে জানান, রোববার সকাল সাড়ে ১১টার দিকে পাকশী শাখার ব্যবস্থাপক খালেদ সাইফুল্লাহ ক্যাশ রেমিট্যান্সের জন্য ঈশ্বরদী করপোরেট শাখায় আসেন। আগের দিন টেলিফোনে তিনি ১ কোটি ৩০ লাখ টাকার প্রয়োজনীয়তার কথা জানান।

প্রথমে খালেদ সাইফুল্লাহ বেলা ১১টা ১৫ মিনিটে দাশুড়িয়া বাজার শাখা থেকে ৩০ লাখ টাকা উত্তোলন করেন। এরপর করপোরেট শাখা থেকে আরও ১ কোটি টাকা গ্রহণ করেন তিনি। টাকা হস্তান্তরের সময় আনসার সদস্য মাহবুব উপস্থিত ছিলেন এবং প্রয়োজনীয় কাগজপত্রে স্বাক্ষরের পর তারা সকাল ১১টা ৪৫ মিনিটে প্রাইভেটকারে পাকশী শাখার উদ্দেশ্যে রওনা দেন। গাড়িটি চালাচ্ছিলেন মো. ইসমাইল হোসেন।

তবে পরে জানা যায়, গাড়িটি শাখায় পৌঁছায়নি। ড্রাইভার মো. ইসমাইল হোসেন দাবি করেন তিনি শাখায় পৌঁছে টাকা জমা দিয়েছেন, কিন্তু খালেদ সাইফুল্লাহর কোনো খোঁজ মিলছে না এবং তার মোবাইল ফোনও বন্ধ পাওয়া যাচ্ছে।

এ বিষয়ে দাশুড়িয়া শাখার ব্যবস্থাপক শাহিনুর রহমান বলেন, “ব্যাংকের নিয়ম অনুযায়ীই টাকা হস্তান্তর করা হয়েছে।”

সঙ্গে থাকা আনসার সদস্য মাহবুব জানান, ঈশ্বরদী ব্র্যাক ব্যাংকের সামনে এসে তাকে গাড়ি থেকে নামিয়ে দেওয়া হয়। এরপর ম্যানেজার গাড়ি নিয়ে চলে যান।

ব্যাংক ম্যানেজারের স্ত্রী দিলরুবা বেগম বলেন, “প্রতিদিনের মতোই তিনি সকালে ব্যাংকে যান। বিকেলে করপোরেট শাখার কর্মকর্তারা বাসায় এসে তার নিখোঁজ হওয়ার খবর দেন। এরপর থেকে তার মোবাইল বন্ধ। তিনি স্বেচ্ছায় গেছেন, নাকি অপহৃত হয়েছেন – আমরা কিছুই বুঝতে পারছি না।”

এ বিষয়ে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ স ম আব্দুন নূর জানান, “ব্যাংক কর্তৃপক্ষের কাছ থেকে ঘটনাটি জানার পর আমরা বিষয়টি তদন্ত করছি। দ্রুতই প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

২২৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন