সর্বশেষ

সারাদেশ

সাতক্ষীরায় নির্বাচনী ইশতেহার-২০২৫ বিষয়ক পরামর্শ সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা  
স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা  

বুধবার, ১ অক্টোবর, ২০২৫ ৫:৩২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
জনপ্রতিনিধি, শিক্ষক, ব্যবসায়ী, সাংবাদিক, এনজিও প্রতিনিধি এবং সুশীল সমাজের প্রতিনিধিদের অংশগ্রহণে সাতক্ষীরা সদর উপজেলায় অনুষ্ঠিত হলো "নির্বাচনী ইশতেহার-২০২৫" শীর্ষক উপজেলা পর্যায়ের পরামর্শ সভা।

স্থানীয় উন্নয়ন সংগঠন সিডো (SIDO)-এর আয়োজনে এবং একশনএইড বাংলাদেশের সহযোগিতায় মঙ্গলবার সকালে সদর উপজেলা পরিষদ হলরুমে এই গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন সিডো সাতক্ষীরার প্রধান নির্বাহী শ্যামল কুমার বিশ্বাস। নির্বাচনী ইশতেহার প্রণয়নের উদ্দেশ্য ও কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন প্রকল্প সমন্বয়কারী মোঃ তহিদুজ্জামান।

এ সময় আরো উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার কাউন্সিলর শফিক-উ-দ্দৌলা সাগর, টিআইবি জেলা কমিটির সাবেক সভাপতি হেনরী সরদার, একশনএইড প্রতিনিধি সুইট খান, ইয়ুথ সংগঠনের সভাপতি সাকিব হাসান, প্রোগ্রাম অফিসার চন্দ্র শেখর হালদারসহ বিভিন্ন পেশাজীবী ও নাগরিক সমাজের প্রতিনিধিরা।

সভায় বক্তারা বলেন, সাতক্ষীরার সামগ্রিক উন্নয়নের জন্য স্থানীয় চাহিদা ও বাস্তবতা বিবেচনায় একটি সময়োপযোগী নির্বাচনী ইশতেহার প্রণয়ন জরুরি।

প্রস্তাবিত দাবিগুলোর মধ্যে রয়েছে:

১. যোগাযোগ অবকাঠামোর উন্নয়ন: জেলার রাস্তাঘাটের বেহাল অবস্থার দ্রুত সংস্কার এবং রেল সংযোগ স্থাপন করে সাতক্ষীরাকে জাতীয় রেল নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করা।
২. সুন্দরবনভিত্তিক ইকোটুরিজম: পরিবেশ সংরক্ষণ ও পর্যটন শিল্প বিকাশে টেকসই ইকোটুরিজম ব্যবস্থা গড়ে তোলা।
৩. উচ্চশিক্ষা প্রসার: সাতক্ষীরায় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন।
৪. প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় স্থায়ী বাঁধ নির্মাণ।
৫. আধুনিক স্টেডিয়াম ও ক্রীড়া কমপ্লেক্স নির্মাণ।
৬. সীমান্ত এলাকায় মাদকদ্রব্য প্রতিরোধে প্রযুক্তিনির্ভর নজরদারি।
৭. ভোমরা স্থলবন্দরকে আন্তর্জাতিক মানে রূপান্তর করে বাণিজ্য সম্প্রসারণ।
৮. কার্যকর পৌরসভা ব্যবস্থাপনা নিশ্চিত করে নাগরিক সেবা বৃদ্ধি।
৯. জীবাশ্ম জ্বালানির পরিবর্তে নবায়নযোগ্য জ্বালানি সংযোজন।
১০. জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থা এবং সবুজ উদ্যোক্তা তৈরিতে প্রশিক্ষণ।
১১. প্রাণ সায়ের খাল সৌন্দর্যবর্ধন এবং শিক্ষাপ্রতিষ্ঠানকেন্দ্রিক যুব বান্ধব স্পেস গড়ে তোলা।

 

বক্তারা আশা প্রকাশ করেন, এসব প্রস্তাব আগামী জাতীয় সংসদ নির্বাচনের ইশতেহারে অন্তর্ভুক্ত হলে সাতক্ষীরার আর্থ-সামাজিক উন্নয়ন ত্বরান্বিত হবে এবং স্থানীয়দের জীবনমানের টেকসই পরিবর্তন সম্ভব হবে।

১০৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন