বিসিবি নির্বাচন: ১৫ ক্লাবের বয়কট, মনোনয়ন প্রত্যাহার হতে পারে আজ

বুধবার, ১ অক্টোবর, ২০২৫ ২:৩৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন পরিচালক পর্ষদ নির্বাচন ঘিরে উত্তাপ বাড়ছে দেশের ক্রীড়াঙ্গনে।
নির্বাচনের আগে বড় ধরনের অস্থিরতা সৃষ্টি হয়েছে, কারণ ১৫টি ক্লাব নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন পরিচালক পদে প্রতিদ্বন্দ্বিতাকারী এক প্রার্থী। তিনি জানান, নির্বাচনে সরকারি হস্তক্ষেপের অভিযোগে ক্ষুব্ধ হয়ে এসব ক্লাবের প্রার্থীরা বয়কটের পথ বেছে নিচ্ছেন। আজ (বুধবার) মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন, সেদিনই তারা প্রার্থিতা প্রত্যাহার করে নিতে পারেন।
এ বিষয়ে গতকাল (মঙ্গলবার) রাতেই একটি জরুরি সভায় বসছেন সংশ্লিষ্ট ক্লাবগুলোর প্রতিনিধিরা। ওই সভায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিকে আদালতের এক আদেশে তৃতীয় বিভাগের বাছাইকৃত ১৫টি ক্লাবের নির্বাচনে অংশগ্রহণে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। সাবেক সভাপতি ফারুক আহমেদের করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন আদালত। জানা গেছে, এসব ক্লাবের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) তদন্তও চলমান রয়েছে।
নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে আজ। এর আগেই এমন নিষেধাজ্ঞা ও প্রার্থিতা প্রত্যাহারের সম্ভাবনা নির্বাচনী পরিবেশকে ঘিরে অনিশ্চয়তা বাড়িয়ে দিয়েছে।
বিসিবি পরিচালক পদে মনোনয়নপত্র জমা দেওয়া আরেক প্রার্থী বলেন, “১৫টি ক্লাব নিয়ে এমন নাটক মেনে নেওয়া কঠিন। প্রথমে বোর্ডে বিষয়টি উঠল, পরে ইসি কাউন্সিলরশিপ দিতে রাজি হলো। এরপর সেটি পাসও হলো। এখন আবার রিট করে নির্বাচন বন্ধ করে দেওয়া হলো, অথচ কালই চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ হওয়ার কথা।”
তিনি আরও জানান, এসব ঘটনার পরিপ্রেক্ষিতে ১৫টি ক্লাবের পক্ষ থেকে প্রার্থীরা মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারেন।
উল্লেখ্য, আগামী ৬ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে বিসিবির বহুল প্রতীক্ষিত নির্বাচন। তবে এর আগেই ক্লাবগুলোর এ ধরনের সিদ্ধান্ত নির্বাচনের গ্রহণযোগ্যতা ও স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলছে।
১০৭ বার পড়া হয়েছে