সর্বশেষ

জাতীয়

বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ রয়েছে যেসব দেশে

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৪২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বিশ্ব পর্যটন দিবসে যখন 'টেকসই উন্নয়নে পর্যটন'—এই প্রতিপাদ্য সামনে রেখে নানা আলোচনা হচ্ছে, ঠিক তখনই বাংলাদেশি পাসপোর্টধারীদের জন্য বিদেশ ভ্রমণ হয়ে উঠেছে চ্যালেঞ্জের আরেক নাম।

সম্প্রতি মধ্যপ্রাচ্য ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বেশ কয়েকটি দেশ বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা কার্যক্রম বন্ধ রেখেছে অথবা কঠোর শর্ত আরোপ করেছে। ভিসা মিললেও ইমিগ্রেশন থেকে ফেরত পাঠানোর ঘটনা বাড়ছে, যা ভ্রমণপ্রেমীদের মধ্যে তৈরি করছে অনিশ্চয়তা ও আতঙ্ক।

ট্যুর অপারেটর ও পর্যটন সংশ্লিষ্টরা বলছেন, রাজনৈতিক পরিস্থিতি, নিরাপত্তাজনিত উদ্বেগ এবং কিছু ঘটনায় অনাকাঙ্ক্ষিত প্রতিক্রিয়ার কারণে অনেক দেশ বাংলাদেশি পর্যটকদের ভিসা দেওয়ায় অনাগ্রহ দেখাচ্ছে।

বন্ধ ও সীমিত ভিসার তালিকায় যেসব দেশ:
বর্তমানে দুবাই, কুয়েত, বাহরাইন, ওমান এবং কাতার বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা বন্ধ রেখেছে।
এছাড়া, ভারত ২০২৪ সালের আগস্ট থেকে বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা বন্ধ ঘোষণা করেছে।

ইন্দোনেশিয়া ও কম্বোডিয়া ভিসার ক্ষেত্রে কঠোর শর্ত আরোপ করেছে।
চীনে ভিসা মিললেও বিমানবন্দর বা ইমিগ্রেশনে যাচাই-বাছাইয়ের সময় অনেক বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে।
থাইল্যান্ড ও মালয়েশিয়ায় ভিসা পেতে সময় বেশি লাগছে এবং সন্দেহজনক মনে হলে পর্যটককে ঢুকতে দেওয়া হচ্ছে না।

পর্যটকদের ভোগান্তি:
ইউনাইটেড কনসালটেন্সি অ্যান্ড ট্যুরস-এর স্বত্বাধিকারী শেখ কামরুজ্জামান রনি জানান,

“২০২৪ সালের জুলাইয়ের রাজনৈতিক উত্তেজনার পর থেকে বিভিন্ন দেশের মধ্যে বাংলাদেশি পর্যটকদের বিষয়ে অনাস্থা তৈরি হয়েছে। ফলে বাড়তি কাগজপত্র, সাক্ষাৎকার এবং দীর্ঘ সময়ের অপেক্ষার কারণে অনেকেই ভিসার আবেদন করতে সাহস পাচ্ছেন না।”
তিনি আরও জানান, প্রকৃত পর্যটকরাও এখন হয়রানির শিকার হচ্ছেন, ফলে বিশ্বভ্রমণের স্বপ্ন অধরা হয়ে থাকছে।

বিমানবন্দর থেকে ফেরত পাঠানোর অভিযোগ:
সম্প্রতি চীনের গুয়াংজু, থাইল্যান্ডের ব্যাংকক ও মালয়েশিয়ার কুয়ালালামপুর বিমানবন্দরে বাংলাদেশি পর্যটকদের ফেরত পাঠানোর একাধিক অভিযোগ পাওয়া গেছে। পর্যটন ভিসা থাকা সত্ত্বেও ‘পর্যাপ্ত তথ্য বা ব্যাখ্যা দিতে না পারা’র অজুহাতে ইমিগ্রেশন তাদের দেশে ফেরত পাঠিয়েছে।

পর্যটন দিবসে হতাশা:
বিশ্ব পর্যটন দিবসে যখন অন্যান্য দেশের নাগরিকরা নতুন গন্তব্যে ভ্রমণের সুযোগ পাচ্ছেন, তখন বাংলাদেশের নাগরিকদের জন্য সীমিত হয়ে পড়ছে সেই দরজা।
বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশি পর্যটকদের সম্মানজনক ভ্রমণ নিশ্চিত করতে কূটনৈতিক প্রচেষ্টা, পর্যটন নীতিমালায় আধুনিকায়ন এবং আন্তর্জাতিক পর্যায়ে দেশের ভাবমূর্তি উন্নয়ন এখন সময়ের দাবি।

পর্যটন শুধু বিনোদন নয়, অর্থনীতির গুরুত্বপূর্ণ খাতও বটে। কিন্তু নানা প্রতিবন্ধকতায় বিশ্ব পর্যটনের সুযোগ থেকে বাংলাদেশিরা আজ বঞ্চিত। জরুরি ভিত্তিতে সমস্যাগুলোর সমাধান না হলে, পর্যটন খাত থেকে বাংলাদেশ অনেকটাই পিছিয়ে পড়বে বলে আশঙ্কা সংশ্লিষ্টদের।

১৫০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন