টিসিবির তালিকায় যোগ হচ্ছে নতুন পাঁচ পণ্য

মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫ ২:৫৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
আগামী নভেম্বর মাস থেকে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য তালিকায় নতুন করে যুক্ত হচ্ছে আরও পাঁচটি পণ্য। এই তালিকায় রয়েছে চা, লবণ, ডিটারজেন্ট ও দুই ধরনের সাবান।
সোমবার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ‘উপকারভোগী নির্বাচন ও কার্ড সক্রিয়করণ’ বিষয়ক এক সভায় এ তথ্য জানান বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। সভায় চারটি সিটি কর্পোরেশন—ঢাকা উত্তর ও দক্ষিণ, নারায়ণগঞ্জ এবং গাজীপুর—সহ ঢাকার পার্শ্ববর্তী জেলার প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাণিজ্য উপদেষ্টা জানান, সরকারের প্রায় পাঁচ হাজার কোটি টাকার ভর্তুকিতে পরিচালিত টিসিবির কার্যক্রম বাজারে চাহিদা ও সরবরাহে ভারসাম্য তৈরি করছে। নতুন পাঁচটি পণ্য যুক্ত হওয়ায় নিম্ন আয়ের মানুষের জন্য কিছুটা স্বস্তি আসবে এবং মূল্যস্ফীতিও নিয়ন্ত্রণে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি বলেন, “সরকার টিসিবির কার্যক্রমকে আরও কার্যকর করতে উদ্যোগী। এক কোটি উপকারভোগীকে সঠিকভাবে নির্বাচন করতে হবে। যেন কোনো দরিদ্র পরিবার সামাজিক নিরাপত্তার বাইরে না থাকে।”
সভায় উপকারভোগীদের মাঝে টিসিবির স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ ও সক্রিয়করণে এক মাসের মধ্যে দৃশ্যমান অগ্রগতি নিশ্চিত করার আহ্বান জানানো হয়। এ বিষয়ে শেখ বশিরউদ্দীন বলেন, “কার্ডটি যেন প্রকৃত দরিদ্র, অসহায় মানুষের হাতে পৌঁছায়, সেটাই আমাদের লক্ষ্য।”
বাণিজ্য সচিব মাহবুবুর রহমান জানান, উপকারভোগী শনাক্তকরণই এখন মূল চ্যালেঞ্জ। সিটি কর্পোরেশনগুলোর কাজের গতি কিছুটা ধীর হলেও সমস্যাগুলো চিহ্নিত হওয়ায় দ্রুত সমাধান সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সভায় আরও বক্তব্য রাখেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রপ্তানি) মো. আব্দুর রহিম খান এবং টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়শল আজাদ।
বর্তমানে টিসিবির মোট ৬০ লাখ ৩৪ হাজার ৩১৬টি স্মার্ট ফ্যামিলি কার্ড সক্রিয় রয়েছে। এছাড়া ৩ লাখ ৩৯ হাজার ৪৫৪টি কার্ড সক্রিয় হওয়ার অপেক্ষায় রয়েছে।
১২৪ বার পড়া হয়েছে