সর্বশেষ

সারাদেশ

বিমানবন্দর থেকে আখাউড়া উপজেলা ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫ ১১:২০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও নিষিদ্ধ ঘোষিত উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মুরাদ হোসেন ভূঁইয়াকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছমিউদ্দিন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মুরাদ হোসেন ভূঁইয়া বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলার এজাহারভুক্ত আসামি। ইমিগ্রেশন পুলিশের হাতে আটক হওয়ার পর সকালে তাকে আখাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে। এখন তাকে আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হবে।

এর আগে, রোববার রাত ৯:৩০ টার দিকে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে গ্রেপ্তার হন। ভারত যাত্রার সময় তার বিরুদ্ধে দায়ের করা মামলা থাকায় ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে আখাউড়া থানায় প্রেরণ করে।

মুরাদ হোসেন ভূঁইয়া আখাউড়ার ধরখার ইউনিয়নের ভাটমাথা গ্রামের বাসিন্দা। ২০১২ সালে উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক হিসেবে সক্রিয় রাজনীতিতে আসার পর থেকে স্থানীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ২০১৪ ও ২০১৯ সালে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। দুই মেয়াদে তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্বও পালন করেন।

২০২৪ সালের উপজেলা পরিষদ নির্বাচনে তিনি চেয়ারম্যান প্রার্থী হিসেবে অংশ নিয়েছিলেন, তবে আখাউড়া উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক ও মোগড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মনির হোসেনের কাছে পরাজিত হন।

মুরাদ হোসেন ভূঁইয়া স্থানীয় সংসদ সদস্য ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ঘনিষ্ঠ ছিলেন এবং তার দুই মেয়াদ জুড়ে এলাকায় রাজনৈতিক প্রভাব বজায় রেখেছিলেন।

গত ৫ আগস্ট থেকে মুরাদ হোসেন আত্মগোপনে ছিলেন এবং আখাউড়া থানার বিস্ফোরক আইনের মামলায় তিনি পলাতক ছিলেন। গ্রেপ্তার

১২২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন