সর্বশেষ

সারাদেশ

চারদিন পর রাজশাহী-ঢাকা দূরপাল্লার বাস চলাচল শুরু

রাজশাহী প্রতিনিধি
রাজশাহী প্রতিনিধি

সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫ ১১:০১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রাজশাহী-ঢাকা দূরপাল্লার বাস চারদিন বন্ধ থাকার পর আবার চলাচল শুরু হয়েছে।

সোমবার বিকেল থেকে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোর থেকে ঢাকার পথে বাস চলাচল শুরু হওয়ায় যাত্রীদের মধ্যে স্বস্তির বাতাস বইছে।

উত্তরবঙ্গ বাস মালিক সমিতির মহাসচিব নজরুল ইসলাম হেলাল জানান, মালিকপক্ষ ও শ্রমিকদের মধ্যে সমঝোতার পর বাস চলাচল আবার চালু হয়েছে। তিনি বলেন, ‘চালকদের অবাঞ্ছিত দাবির কারণে বৃহস্পতিবার রাত থেকে বাস চলাচল বন্ধ হয়। তবে সোমবার মালিক ও শ্রমিকদের বৈঠকে বেতন বৃদ্ধির বিষয়ে চুক্তি হওয়ায় তারা কাজে ফিরেছেন।’

বৃহস্পতিবার রাত থেকে মালিকপক্ষ বাস চলাচল বন্ধ ঘোষণা করায় রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোর থেকে ঢাকার পাশাপাশি চট্টগ্রাম, সিলেট ও কক্সবাজারগামী বেশকিছু দূরপাল্লার পরিবহন বন্ধ হয়ে যায়। এই সময় একতা ট্রান্সপোর্ট ও কিছু লোকাল বাস চলাচল অব্যাহত ছিল।

এর আগে বেতন বৃদ্ধি দাবিতে শ্রমিকরা ৮ ও ৯ সেপ্টেম্বর দুইদিন কর্মবিরতি পালন করেছিলেন। মালিকদের আশ্বাসের পর তারা কাজে ফেরেন, কিন্তু দাবি না মেলায় ২২ সেপ্টেম্বর আবারও কর্মবিরতির ডাক দেন শ্রমিকরা।

নজরুল ইসলাম হেলাল বলেন, ‘ঢাকার গাবতলীতে মালিক ও শ্রমিকদের সমঝোতার ফলে আপাতত বাস চলাচল স্বাভাবিক রয়েছে।’

১১৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন